বারাণসীতে নামতে দেওয়া হল না রাহুলের বিমান

- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 110
পুবের কলম ওয়েবডেস্ক: বারাণসীতে নামতে দেওয়া হয়নি রাহুল গান্ধির বিমান। এমনটাই অভিযোগ কংগ্রেসের। এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিকে আঙুল তুলেছে কংগ্রেস। তাদের অভিযোগ, রাহুল গান্ধিকে ভয় পাচ্ছেন প্রধানমন্ত্রী। সেকারণেই তাঁকে বারাণসীতে ঢুকতে বাধা দেওয়া হয়েছে।
কংগ্রেসের দাবি, কেরলের ওয়েনাডে নিজের সংসদীয় এলাকায় সফর সেরে রাহুল গান্ধির সোমবার পৌঁছনোর কথা ছিল বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে। কংগ্রেস নেতা অজয় রাই বলেন, ‘রাহুল গান্ধির এখানে অবতরণের কথা ছিল। সেখান থেকে তাঁর প্রয়াগরাজে যাওয়ার কথা ছিল। কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁর বিমানকে অবতরণের অনুমতি দেয়নি । কারণ সরকার থেকে তাদের ওপর চাপ দেওয়া হয়েছিল।’
কংগ্রেস নেতার দাবি, বিজেপি রাহুল গান্ধিকে ভয় পাচ্ছে। আর সেই কারণেই তাঁর বিমানকে বারাণসী বিমানবন্দরে নামতে দেওয়া হয়নি। জানা যাচ্ছে, বারাণসীতে অবতরণ করে, সোমবারই কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল রাহুলের । এদিকে, বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, তাঁদের কাছে ওই বিমান অবতরণের কোনও আগাম খবর ছিল না। বিমানবন্দরের ডিরেক্টর আর্যমা সান্যাল, অনুমতি খারিজের সমস্ত রকমের অভিযোগ নস্যাৎ করেছেন। সোমবার রাতেই বারাণসী গিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, গত সপ্তাহে বিমান অবতরণের অনুমতি না পেয়ে উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সমাজবাদী নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।