Rain forecast: দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, সতর্কতা

- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 84
পুবের কলম ওয়েবডেস্ক: ফের তুমুল দুর্যোগের হুঁশিয়ারি। নতুন করে নিম্নচাপের জের। নদিয়া ও হুগলি জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর। বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে বাতাস। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি হয়েছে সতর্কবার্তা।
সোমবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জারি রয়েছে হলুদ সর্তকতা। আগামী বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও সতর্কতা জারি হয়নি এখনও।
অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে। রবিবার সকাল ৮.৪৫ মিনিটের পর থেকে পরবর্তী দুই থেকে তিন ঘণ্টা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুলির কিছু অংশ বজ্রবিদ্যুৎ-সহ তীব্র বৃষ্টি হয়। সঙ্গে ছিল দমকা ঝোড়ো হাওয়া। জারি করা হয়েছে রেড অ্যালার্ট। তুঙ্গে প্রশাসনিক তৎপরতাও। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৪ থেকে ১৮ অক্টোবরের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিতে পারে মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা।