০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দাবানলে জ্বলছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট, আগুন নেভাতে কাজ করছে সেনার ‘বাম্বি বাকেট’

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার
  • / 47

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধবংসী দাবানলে পুড়ছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট। সোমবার রাতে প্রায় ১০ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে এই দাবানলের সৃষ্টি হয়। আগুন নেভাতে শামিল হয়েছে বায়ুসেনার দুটি বিমান। সেনার ‘বাম্বি বাকেট’  সারিস্কা টাইগার রিজার্ভে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে।

১৯৮২ সালে এই  ‘বাম্বি বাকেট’ প্রবর্তনের পর থেকেই, এটি অগ্নিনির্বাপণের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা আগুন নেভানোর কাজে একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। বিশ্বের প্রায় ১১০টি দেশের এই বাম্বি বাকেট ব্যবহার করে থাকে। এটি ২০টি বিভিন্ন আকারে তৈরি করা হয়। যার ক্ষমতা ৭২ থেকে ২৬০০ ইউএস গ্যালন (২৭০ থেকে ৯,৮৪০ লিটার)।

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

 

আরও পড়ুন: বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

দাবানলে জ্বলছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট, আগুন নেভাতে কাজ করছে সেনার 'বাম্বি বাকেট'

আরও পড়ুন: পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, মৃত ২

বায়ুসেনার দুটি হেলিকপ্টার রাজস্থানের সিলিসারহ হ্রদ থেকে জল তুলছে। হ্রদ থেকে সরিস্কার দূরত্ব প্রায় প্রায় ৪৩ কিলোমটার। আরাবল্লি পাহাড় সংলগ্ন সারিস্কা টাইগার রিজার্ভে এই দাবানল ছড়িয়ে পড়েছে। প্রায় ৮০০ কিলোমিটার বিস্তৃত টাইগার রিজার্ভের যে অংশটিতে আগুন লেগেছে,  সেখানে ২০টি বাঘের বিচরণ ক্ষেত্র রয়েছে। এই দাবানলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে প্রাণনাশের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও প্রবল দাবদাহে চলছে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। সেই কারণেও আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

সেনার তরফে জানানো হয়েছে, ‘আইএএফ বাম্বি বাকেট অপারেশনের জন্য দুটি Mi-17V5 হেলিকপ্টার মোতায়েন করেছে। আগুন নেভানোর কাজ জোরকদমে চলছে। আগুন নেভানোর কাজের জন্য ‘ব্যবহৃত হেলিকপ্টার’ ব্যবহার করা হচ্ছে। বাম্বি বাকেট একধরনের বালতি যা দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যবহার করে থাকেন। এই বালতি হেলিকপ্টারের মাধ্যমে অনেক উঁচু থেকে জল এবং অগ্নি নির্বাপক কেমিক্যাল দিতে পারে।

দাবানলের কারণে টাইগার রিজার্ভের পাশের তিনটি গ্রামে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাবানলে জ্বলছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট, আগুন নেভাতে কাজ করছে সেনার ‘বাম্বি বাকেট’

আপডেট : ৩০ মার্চ ২০২২, বুধবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ বিধবংসী দাবানলে পুড়ছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট। সোমবার রাতে প্রায় ১০ বর্গ কিলোমিটার জায়গাজুড়ে এই দাবানলের সৃষ্টি হয়। আগুন নেভাতে শামিল হয়েছে বায়ুসেনার দুটি বিমান। সেনার ‘বাম্বি বাকেট’  সারিস্কা টাইগার রিজার্ভে আগুন নিয়ন্ত্রণে সাহায্য করছে।

১৯৮২ সালে এই  ‘বাম্বি বাকেট’ প্রবর্তনের পর থেকেই, এটি অগ্নিনির্বাপণের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা আগুন নেভানোর কাজে একটি অন্যতম জনপ্রিয় একটি মাধ্যম। বিশ্বের প্রায় ১১০টি দেশের এই বাম্বি বাকেট ব্যবহার করে থাকে। এটি ২০টি বিভিন্ন আকারে তৈরি করা হয়। যার ক্ষমতা ৭২ থেকে ২৬০০ ইউএস গ্যালন (২৭০ থেকে ৯,৮৪০ লিটার)।

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

 

আরও পড়ুন: বেকবাগানে বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

দাবানলে জ্বলছে রাজস্থানের সারিস্কা টাইগার রিজার্ভ ফরেস্ট, আগুন নেভাতে কাজ করছে সেনার 'বাম্বি বাকেট'

আরও পড়ুন: পাথুরিয়াঘাটায় কাপড়ের গুদামে ভয়াবহ আগুন, মৃত ২

বায়ুসেনার দুটি হেলিকপ্টার রাজস্থানের সিলিসারহ হ্রদ থেকে জল তুলছে। হ্রদ থেকে সরিস্কার দূরত্ব প্রায় প্রায় ৪৩ কিলোমটার। আরাবল্লি পাহাড় সংলগ্ন সারিস্কা টাইগার রিজার্ভে এই দাবানল ছড়িয়ে পড়েছে। প্রায় ৮০০ কিলোমিটার বিস্তৃত টাইগার রিজার্ভের যে অংশটিতে আগুন লেগেছে,  সেখানে ২০টি বাঘের বিচরণ ক্ষেত্র রয়েছে। এই দাবানলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা থেকে প্রাণনাশের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও প্রবল দাবদাহে চলছে রাজস্থানের বেশ কিছু অঞ্চলে। সেই কারণেও আগুন নেভানোর কাজ ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে।

সেনার তরফে জানানো হয়েছে, ‘আইএএফ বাম্বি বাকেট অপারেশনের জন্য দুটি Mi-17V5 হেলিকপ্টার মোতায়েন করেছে। আগুন নেভানোর কাজ জোরকদমে চলছে। আগুন নেভানোর কাজের জন্য ‘ব্যবহৃত হেলিকপ্টার’ ব্যবহার করা হচ্ছে। বাম্বি বাকেট একধরনের বালতি যা দমকল কর্মীরা আগুন নেভাতে ব্যবহার করে থাকেন। এই বালতি হেলিকপ্টারের মাধ্যমে অনেক উঁচু থেকে জল এবং অগ্নি নির্বাপক কেমিক্যাল দিতে পারে।

দাবানলের কারণে টাইগার রিজার্ভের পাশের তিনটি গ্রামে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয়দের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।