০৩ অগাস্ট ২০২৫, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই বিপদে পাশে থাকার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ রনিল বিক্রমাসিংহের

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১৩ মে ২০২২, শুক্রবার
  • / 50

পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালই আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। ষষ্ঠবারের জন্য প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পরেই ৭০ বছর বয়সী রনিল জানিয়েছেন, ‘দেশের অর্থনীতিকে পুনুরুদ্ধারের দায়িত্ব নিয়েছি আমি। এই দায়িত্ব আমায় পূরণ করতেই হবে’।

প্রধানমন্ত্রীর পদে বসেই ভারতকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন ‘আমি ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি করতে চাই, বিপদে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী  হয়েছেন অভিজ্ঞ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে (৭৩)।

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

এর আগে তিনি পাঁচ বার  দেশটিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বুধবার গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে সাক্ষাতের পরই জল্পনা শুরু হয়েছিল, রাজনৈতিক সংকট উত্তরণে তার ওপরই ভরসা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

তিনি ১৯৯৩ সালে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠিত হবে।

চলমান সংকটে গঠিত জাতীয় সরকারের নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বর্তমানে শক্তিহীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রধান। ২২৫ আসনের আইনসভায় তাঁর দলের আসন মাত্র একটি।

বিক্রমাসিংহে বুধবার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগের কথা সে  রাতেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

এদিকে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরপরই জানা যায়, আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। দেশটির আইনসভার স্পিকারের দফতর থেকে এ খবর দেওয়া হয়। আইনসভায়  প্রতিনিধিত্বকারী দলগুলোর বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই বিপদে পাশে থাকার জন্য নরেন্দ্র মোদিকে ধন্যবাদ রনিল বিক্রমাসিংহের

আপডেট : ১৩ মে ২০২২, শুক্রবার

পুবের কলম, ওয়েবডেস্ক: গতকালই আর্থিক সংকটে জর্জরিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রনিল বিক্রমাসিংহে। ষষ্ঠবারের জন্য প্রধানমন্ত্রী পদে দায়িত্ব গ্রহণের পরেই ৭০ বছর বয়সী রনিল জানিয়েছেন, ‘দেশের অর্থনীতিকে পুনুরুদ্ধারের দায়িত্ব নিয়েছি আমি। এই দায়িত্ব আমায় পূরণ করতেই হবে’।

প্রধানমন্ত্রীর পদে বসেই ভারতকে ধন্যবাদ জানালেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রনিল বিক্রমাসিংহে জানিয়েছেন ‘আমি ভারতের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্কে তৈরি করতে চাই, বিপদে পাশে থাকার জন্য প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ।

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী  হয়েছেন অভিজ্ঞ রাজনীতিক রনিল বিক্রমাসিংহে (৭৩)।

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

এর আগে তিনি পাঁচ বার  দেশটিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বুধবার গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে সাক্ষাতের পরই জল্পনা শুরু হয়েছিল, রাজনৈতিক সংকট উত্তরণে তার ওপরই ভরসা করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসিডেন্টের কার্যালয়ে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রনিল বিক্রমাসিংহে।

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

তিনি ১৯৯৩ সালে প্রথমবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হন। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী, শিগগিরই নতুন মন্ত্রিসভা গঠিত হবে।

চলমান সংকটে গঠিত জাতীয় সরকারের নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে বর্তমানে শক্তিহীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) প্রধান। ২২৫ আসনের আইনসভায় তাঁর দলের আসন মাত্র একটি।

বিক্রমাসিংহে বুধবার রাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন।

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়োগের কথা সে  রাতেই জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে জানিয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে।

এদিকে নতুন প্রধানমন্ত্রী শপথ গ্রহণের পরপরই জানা যায়, আগামী মঙ্গলবার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা হবে। দেশটির আইনসভার স্পিকারের দফতর থেকে এ খবর দেওয়া হয়। আইনসভায়  প্রতিনিধিত্বকারী দলগুলোর বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।