০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরল টিউমার, সদ্যোজাতকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
  • / 70

পুবের কলম প্রতিবেদক: সদ্যোজাতর শরীরের প্রায় অর্ধেক ওজনই এক টিউমারের কারণে। এদিকে, এই ধরনের টিউমারও খুব বিরল বিষয়। অবশেষে, তার শরীর থেকে এই টিউমারটিকে বাদ দিয়ে তাকে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

চিকিৎসকরা এমনই জানিয়েছেন, জন্মের সময় এই সদ্যোজাতর ওজন ছিল ২.৭ কেজি। তবে, তখনই দেখা যায় তার তলপেটের নিচে রয়েছে বড় মাপের একটি টিউমার।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এই টিউমারটি সদ্যোজাতর পায়ু এবং গোপনাঙ্গ জুড়ে রয়েছে। এই টিউমারটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া ছাড়া অন্য আর কোনও উপায়ও নেই। গত বছরের ২০ ডিসেম্বর তার জন্ম হয়। এর পরে গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় প্রায় এক কেজি ওজনের এই টিউমারটি।

আরও পড়ুন: সুস্থভাবে বাঁচতে তামাক বর্জন করতেই হবে, নো-টোবাকো দিবসে বার্তা চিকিৎসকদের

 

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

দুই ভাগে ছিল এই অস্ত্রোপচার। প্রথমে এই সদ্যোজাতর শরীর থেকে বাদ দেয় এই টিউমারটি। এর পর তার পায়ু এবং গোপনাঙ্গ পুনর্গঠন করা হয়। এই বিষয়টি নিয়ে চিকিৎসক কৌশিক সাহা বলেন, ‘এই ধরনের টিউমার খুব বিরল বিষয়। এই শিশুর শারীরিক অবস্থা আগের তুলনায় এখন উন্নতি হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ এখনও বেশ কিছু দিন তাকে হাসপাতালে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরল টিউমার, সদ্যোজাতকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন চিকিৎসকরা

আপডেট : ২৬ জানুয়ারী ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক: সদ্যোজাতর শরীরের প্রায় অর্ধেক ওজনই এক টিউমারের কারণে। এদিকে, এই ধরনের টিউমারও খুব বিরল বিষয়। অবশেষে, তার শরীর থেকে এই টিউমারটিকে বাদ দিয়ে তাকে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

চিকিৎসকরা এমনই জানিয়েছেন, জন্মের সময় এই সদ্যোজাতর ওজন ছিল ২.৭ কেজি। তবে, তখনই দেখা যায় তার তলপেটের নিচে রয়েছে বড় মাপের একটি টিউমার।

আরও পড়ুন: কুলতলিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের

পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, এই টিউমারটি সদ্যোজাতর পায়ু এবং গোপনাঙ্গ জুড়ে রয়েছে। এই টিউমারটি অস্ত্রোপচার করে বাদ দেওয়া ছাড়া অন্য আর কোনও উপায়ও নেই। গত বছরের ২০ ডিসেম্বর তার জন্ম হয়। এর পরে গত ১৩ জানুয়ারি অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয় প্রায় এক কেজি ওজনের এই টিউমারটি।

আরও পড়ুন: সুস্থভাবে বাঁচতে তামাক বর্জন করতেই হবে, নো-টোবাকো দিবসে বার্তা চিকিৎসকদের

 

আরও পড়ুন: Closed Pak airspace বন্ধ পাক আকাশসীমা, বিপুল ক্ষতির মুখে এয়ার ইন্ডিয়া।

দুই ভাগে ছিল এই অস্ত্রোপচার। প্রথমে এই সদ্যোজাতর শরীর থেকে বাদ দেয় এই টিউমারটি। এর পর তার পায়ু এবং গোপনাঙ্গ পুনর্গঠন করা হয়। এই বিষয়টি নিয়ে চিকিৎসক কৌশিক সাহা বলেন, ‘এই ধরনের টিউমার খুব বিরল বিষয়। এই শিশুর শারীরিক অবস্থা আগের তুলনায় এখন উন্নতি হয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’ এখনও বেশ কিছু দিন তাকে হাসপাতালে রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।