১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

২০২২-এ মিশরে রেকর্ড  সংখ্যক মসজিদ নির্মাণ

বিশেষ প্রতিবেদন: ২০২২ সালে মিশরজুড়ে রেকর্ড সংখ্যক ১,২০০টি নতুন মসজিদ খোলা হয়েছে। এর মধ্যে কিছু সরকারি অর্থে হয়েছে, আর কিছু সরকারি তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে নির্মিত হয়েছে। মিশরের ওয়াকফমন্ত্রক এ তথ্য জানিয়েছে। মন্ত্রকের উপ-সচিব আয়মান জানান, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে মিশরে ২,৭১২টি নতুন মসজিদ খোলা হয়েছে এবং আরও ৪০৪টি মসজিদ সংস্কার করা হয়েছে।

 

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

২০১৪ সালের জুনে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতা গ্রহণের পর থেকে ১ হাজার কোটি মিশরীয় পাউন্ডের (৪০ কোটি ডলার) বেশি অর্থ খরচ করে মোট ৯,৬০০টি মসজিদ তৈরি বা সংস্কার করা হয়েছে। ওয়াকফ মন্ত্রকের কর্মকর্তা শেখ রাফি আল-সাইদ বলেছেন, আগে কায়রোকে বলা হতো ‘হাজার মিনারের শহর’ কিন্তু এখন এটি তার থেকেও বেশি কিছুতে পরিণত হয়েছে। মিশরের ওয়াকফ মন্ত্রক দেশের মসজিদ তত্ত্বাবধান করে।

আরও পড়ুন: অত্যাধুনিক বার্ণ ইউনিট গড়ল এমআর বাঙুর হাসপাতাল

 

আরও পড়ুন: শিশুদের মসজিদে ও গাছের  নিচে ফেলে যাচ্ছে সিরীয়রা!

বর্তমানে ২,৪৫১টি মসজিদ এই মন্ত্রকের অধীনে রয়েছে। এছাড়া মন্ত্রকটি  দাতব্য কাজও করে। সালে কমিউনিটি সার্ভিসে ৩৩ কোটি মিশরীয় পাউন্ডেরও বেশি ব্যয় করেছে মিশরের ওয়াকফ মন্ত্রক। ওয়াকফ মন্ত্রক থেকে জানানো হয়, চলতি বছর অন্তত ১ হাজার কিশোরীকে ৩ কোটি মিশরীয় পাউন্ড অর্থ সহায়তা করা হয়েছে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নতুন করে স্বাস্থ্যের অবনতি হয়নি আক্রান্তদের, নিপা আক্রান্তের খবর নেই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

২০২২-এ মিশরে রেকর্ড  সংখ্যক মসজিদ নির্মাণ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, মঙ্গলবার

বিশেষ প্রতিবেদন: ২০২২ সালে মিশরজুড়ে রেকর্ড সংখ্যক ১,২০০টি নতুন মসজিদ খোলা হয়েছে। এর মধ্যে কিছু সরকারি অর্থে হয়েছে, আর কিছু সরকারি তত্ত্বাবধানে ব্যক্তিগতভাবে নির্মিত হয়েছে। মিশরের ওয়াকফমন্ত্রক এ তথ্য জানিয়েছে। মন্ত্রকের উপ-সচিব আয়মান জানান, ২০২০ সালের সেপ্টেম্বর থেকে মিশরে ২,৭১২টি নতুন মসজিদ খোলা হয়েছে এবং আরও ৪০৪টি মসজিদ সংস্কার করা হয়েছে।

 

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: উপত্যকাজুড়ে মসজিদ-মাদ্রাসায় তল্লাশি অভিযান পুলিশ-গোয়ান্দাদের

২০১৪ সালের জুনে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ক্ষমতা গ্রহণের পর থেকে ১ হাজার কোটি মিশরীয় পাউন্ডের (৪০ কোটি ডলার) বেশি অর্থ খরচ করে মোট ৯,৬০০টি মসজিদ তৈরি বা সংস্কার করা হয়েছে। ওয়াকফ মন্ত্রকের কর্মকর্তা শেখ রাফি আল-সাইদ বলেছেন, আগে কায়রোকে বলা হতো ‘হাজার মিনারের শহর’ কিন্তু এখন এটি তার থেকেও বেশি কিছুতে পরিণত হয়েছে। মিশরের ওয়াকফ মন্ত্রক দেশের মসজিদ তত্ত্বাবধান করে।

আরও পড়ুন: অত্যাধুনিক বার্ণ ইউনিট গড়ল এমআর বাঙুর হাসপাতাল

 

আরও পড়ুন: শিশুদের মসজিদে ও গাছের  নিচে ফেলে যাচ্ছে সিরীয়রা!

বর্তমানে ২,৪৫১টি মসজিদ এই মন্ত্রকের অধীনে রয়েছে। এছাড়া মন্ত্রকটি  দাতব্য কাজও করে। সালে কমিউনিটি সার্ভিসে ৩৩ কোটি মিশরীয় পাউন্ডেরও বেশি ব্যয় করেছে মিশরের ওয়াকফ মন্ত্রক। ওয়াকফ মন্ত্রক থেকে জানানো হয়, চলতি বছর অন্তত ১ হাজার কিশোরীকে ৩ কোটি মিশরীয় পাউন্ড অর্থ সহায়তা করা হয়েছে।