০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ssc-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ, আশা প্রকাশ শিক্ষামন্ত্রীর

পুবের কলম
  • আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার
  • / 119

পুবের কলম, ওয়েবডেস্কঃ আইনি জট কাটিয়ে শীঘ্রই ১৫ হাজার স্কুল শিক্ষক নিয়োগ করা হবে বলে আশা প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিধানসভাতেই এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু আশা প্রকাশ করে বলেন,  আদালতের নির্দেশ মেনেই চাকরি প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করা হবে।

এসসির মাধ্যমে রাজ্য কবে থেকে আবার শিক্ষক নিয়োগ শুরু করবে, তা নিয়ে বিধানসভায় প্রশ্ন করেন পাথরপ্রতিমার তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা। সেই প্রশ্নের জবাবে ব্রাত্য বসু জানান, আদালতের জট কেটে গেলে এসএসসির মাধ্যমে আগামী দু’মাসে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: SSC নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ছাড়, অনুমোদন সুপ্রিম কোর্টের — নিয়োগে আর কোনও বাধা নেই

কমিশন সূত্রে খবর, এখনও প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর মামলা নিষ্পত্তির প্রক্রিয়া বাকি রয়েছে। ইতিমধ্যেই গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আরও প্রায় ১২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টের বড় রায়, সব মামলা খারিজ

উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। গত বছর ১১ ডিসেম্বর মাসে আদালতের রায়ে খারিজ হয়ে যায় সেই নিয়োগ প্রক্রিয়া। পরে ফের নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য চলতি বছরের ৩১ জুলাই সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। কিন্তু সেই সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় বড় ধাক্কা, নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ ‘দাগি’ চাকরিপ্রার্থীরা

আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, অথচ যাঁরা মনে করছেন ডাক পাওয়ার যোগ্য, স্কুল সার্ভিস কমিশনকে তাঁদের অভিযোগ শুনতে হবে। সেইমতো স্কুল সার্ভিস কমিশনে সেই শুনানি প্রক্রিয়া চলছে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ssc-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ, আশা প্রকাশ শিক্ষামন্ত্রীর

আপডেট : ১৬ নভেম্বর ২০২১, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ আইনি জট কাটিয়ে শীঘ্রই ১৫ হাজার স্কুল শিক্ষক নিয়োগ করা হবে বলে আশা প্রকাশ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন বিধানসভাতেই এই মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু আশা প্রকাশ করে বলেন,  আদালতের নির্দেশ মেনেই চাকরি প্রার্থীদের অভিযোগের নিষ্পত্তি করা হবে।

এসসির মাধ্যমে রাজ্য কবে থেকে আবার শিক্ষক নিয়োগ শুরু করবে, তা নিয়ে বিধানসভায় প্রশ্ন করেন পাথরপ্রতিমার তৃণমূল কংগ্রেস বিধায়ক সমীর জানা। সেই প্রশ্নের জবাবে ব্রাত্য বসু জানান, আদালতের জট কেটে গেলে এসএসসির মাধ্যমে আগামী দু’মাসে ১৫,০০০ শিক্ষক নিয়োগ করা হবে।

আরও পড়ুন: SSC নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে ছাড়, অনুমোদন সুপ্রিম কোর্টের — নিয়োগে আর কোনও বাধা নেই

কমিশন সূত্রে খবর, এখনও প্রায় পাঁচ হাজার চাকরিপ্রার্থীর মামলা নিষ্পত্তির প্রক্রিয়া বাকি রয়েছে। ইতিমধ্যেই গত ৮ অক্টোবর পর্যন্ত প্রায় ১৩ হাজার চাকরিপ্রার্থীর অভিযোগের নিষ্পত্তি করার প্রক্রিয়া শেষ হয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত আরও প্রায় ১২০০ চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

আরও পড়ুন: SSC-র নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাই কোর্টের বড় রায়, সব মামলা খারিজ

উল্লেখ্য, ২০১৬ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল। গত বছর ১১ ডিসেম্বর মাসে আদালতের রায়ে খারিজ হয়ে যায় সেই নিয়োগ প্রক্রিয়া। পরে ফের নিয়োগ প্রক্রিয়া শেষ করার জন্য চলতি বছরের ৩১ জুলাই সময়সীমা বেঁধে দিয়েছিল আদালত। কিন্তু সেই সময়সীমার মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: SSC দুর্নীতি মামলায় বড় ধাক্কা, নতুন নিয়োগপ্রক্রিয়া থেকে বাদ ‘দাগি’ চাকরিপ্রার্থীরা

আদালতের নির্দেশ অনুযায়ী, যাঁরা ইন্টারভিউয়ে ডাক পাননি, অথচ যাঁরা মনে করছেন ডাক পাওয়ার যোগ্য, স্কুল সার্ভিস কমিশনকে তাঁদের অভিযোগ শুনতে হবে। সেইমতো স্কুল সার্ভিস কমিশনে সেই শুনানি প্রক্রিয়া চলছে।