মাদ্রাসায় শিক্ষক নিয়োগ: আবেদনপত্র সংশোধনের সময়সীমা বাড়ল

- আপডেট : ২৭ জুন ২০২৩, মঙ্গলবার
- / 66
পুবের কলম প্রতিবেদক: মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের আবেদন শুরু হয়েছে আগেই। সেই আবেদনের সময়সীমা ছিল ১৯ জুন পর্যন্ত। এবার আবেদনকারীদের সুবিধার জন্য সংশোধনের সুযোগ দিল মাদ্রাসা সার্ভিস কমিশন। ২৭ জুন সন্ধ্যে ৬টা থেকে অনলাইনে সংশোধন করা যাবে। ৪ জুলাই পর্যন্ত চলবে এই সংশোধন প্রক্রিয়া।
উল্লেখ্য, মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটি শিক্ষক নিয়োগ পরীক্ষার আবেদনের সময়সীমা ১৯ জুন পর্যন্ত বাড়িয়েছিল কমিশন। কমিশন জানিয়েছে, আবেদনকারীদের বিএড এর ক্ষেত্রে এনসিটিই অথবা আরসিআই অনুমোদন থাকতে হবে।
উল্লেখ্য, গত ১৩ মে থেকে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়। কমিশন সূত্রে জানা গেছে, ১৭২৯ শূন্য পদের জন্য ইতিমধ্যে ২ লক্ষ ৪০ হাজারের মতো আবেদনকারী অংশগ্রহণ করেছেন।