১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে বাঙ্গীটোলা ওয়েলফেয়ার ট্রাস্ট

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার
  • / 74

 

বৃহস্পতিবার বিকেল ৩টায় মালদা জেলার আকান্দবাড়িয়া, বাঙ্গীটোলা ও মোথাবাড়ির স্কলার্স’ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক মানবিক উদ্যোগ — বাঙ্গীটোলা ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজিত বৃহৎ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। প্রায় ছয় শতাধিক অসহায় ও গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার এদিন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পান।

এই মহৎ কর্মসূচির নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও ট্রাস্টের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত। তিনি জানান, “গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ আজ ভয়াবহ দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের কিছুটা স্বস্তি দেবে বলেই আশা করছি।”

বিতরণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, বিস্কুট, চা, সাবান, টুথপেস্ট ও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য। বিশেষভাবে সহায়তা দেওয়া হয় বিধবা, বৃদ্ধা ও আশ্রয়হীন মহিলাদের।

স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মুহূর্তে। সবাই প্রশংসা করেন মোঃ নজরুল ইসলামের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনমূলক প্রকল্পে সাধারণ মানুষের পাশে থাকবে।

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণে বাঙ্গীটোলা ওয়েলফেয়ার ট্রাস্ট

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, শুক্রবার

 

বৃহস্পতিবার বিকেল ৩টায় মালদা জেলার আকান্দবাড়িয়া, বাঙ্গীটোলা ও মোথাবাড়ির স্কলার্স’ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো এক মানবিক উদ্যোগ — বাঙ্গীটোলা ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজিত বৃহৎ খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি। প্রায় ছয় শতাধিক অসহায় ও গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার এদিন খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী পান।

এই মহৎ কর্মসূচির নেতৃত্ব দেন বিশিষ্ট সমাজসেবক ও ট্রাস্টের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যিনি দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে সমাজকল্যাণমূলক কাজে যুক্ত। তিনি জানান, “গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষ আজ ভয়াবহ দুরবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তাদের কিছুটা স্বস্তি দেবে বলেই আশা করছি।”

বিতরণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, দুধ, বিস্কুট, চা, সাবান, টুথপেস্ট ও অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় দ্রব্য। বিশেষভাবে সহায়তা দেওয়া হয় বিধবা, বৃদ্ধা ও আশ্রয়হীন মহিলাদের।

স্থানীয় মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন মুহূর্তে। সবাই প্রশংসা করেন মোঃ নজরুল ইসলামের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক উদ্যোগের। ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও তারা শিক্ষা, স্বাস্থ্য ও পুনর্বাসনমূলক প্রকল্পে সাধারণ মানুষের পাশে থাকবে।