২৮ নভেম্বর ২০২৫, শুক্রবার, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কংগ্রেসের নিম্নকক্ষে জয় রিপাবলিকানদের

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • / 98

পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ  প্রতিনিধি পরিষদে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। সেই সংখ্যক আসন নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। বুধবার ক্যালিফোর্নিয়ার একটি আসনে রিপাবলিকান প্রার্থী মাইক গার্সিয়ার জয়ের মধ্য দিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছায় দলটি। এ পর্যন্ত নিম্নকক্ষে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৯টি আসন।

 

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

খুব অল্প ব্যবধানে রিপাবলিকানরা এ জয় পেলেও তা নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য যথেষ্ট। এর আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ডেমোক্র্যাটরা। নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানরা দাবি করেছিল, তারা উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

 

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

তবে তাদের সে প্রত্যাশা পূরণ হয়নি। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকায় রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না। অন্যদিকে প্রতিনিধি পরিষদেও তারা খুবই অল্প ব্যবধানে জয়ী হয়েছে। এদিকে প্রতিনিধি পরিষদে জয়লাভের পর রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শ্রমজীবীদের জন্য তিনি রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

 

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর সেখানকার হাউস স্পিকারের পদে পরিবর্তন আসতে পারে। স্থানটি দখল করতে পারেন কংগ্রেসে রিপাবলিকান দলীয় নেতা কেভিন ম্যাককার্থি। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয় তার নাম।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কংগ্রেসের নিম্নকক্ষে জয় রিপাবলিকানদের

আপডেট : ১৭ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যবর্তী নির্বাচনে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ  প্রতিনিধি পরিষদে স্বল্প ব্যবধানে জয় নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। ৪৩৫ আসনের প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২১৮টি আসন। সেই সংখ্যক আসন নিশ্চিত করেছে রিপাবলিকান পার্টি। বুধবার ক্যালিফোর্নিয়ার একটি আসনে রিপাবলিকান প্রার্থী মাইক গার্সিয়ার জয়ের মধ্য দিয়ে ম্যাজিক ফিগারে পৌঁছায় দলটি। এ পর্যন্ত নিম্নকক্ষে ডেমোক্র্যাটরা পেয়েছে ২০৯টি আসন।

 

আরও পড়ুন: কেরলে কংগ্রেস মুসলিম লিগের কাছে আত্মসমর্পণ করেছে, ভেল্লাপল্লি নাটেশনের অভিযোগ

খুব অল্প ব্যবধানে রিপাবলিকানরা এ জয় পেলেও তা নিম্নকক্ষে ডেমোক্র্যাটদের এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য যথেষ্ট। এর আগে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর উচ্চকক্ষ সেনেটে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ডেমোক্র্যাটরা। নির্বাচনী প্রচারণায় রিপাবলিকানরা দাবি করেছিল, তারা উভয়কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

 

আরও পড়ুন: ‘রাহুলও সংবিধান রক্ষার জন্য লড়ছেন’ — নোবেলজয়ী মাচাদোর সঙ্গে তুলনা টেনে বার্তা কংগ্রেসের

তবে তাদের সে প্রত্যাশা পূরণ হয়নি। সেনেটের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে থাকায় রিপাবলিকানরা তেমন একটা সুবিধা করতে পারবে না। অন্যদিকে প্রতিনিধি পরিষদেও তারা খুবই অল্প ব্যবধানে জয়ী হয়েছে। এদিকে প্রতিনিধি পরিষদে জয়লাভের পর রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। দলটির শীর্ষ নেতা কেভিন ম্যাককার্থিকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, শ্রমজীবীদের জন্য তিনি রিপাবলিকানদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।

 

প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর সেখানকার হাউস স্পিকারের পদে পরিবর্তন আসতে পারে। স্থানটি দখল করতে পারেন কংগ্রেসে রিপাবলিকান দলীয় নেতা কেভিন ম্যাককার্থি। গত মঙ্গলবার দলের পক্ষ থেকে প্রস্তাব করা হয় তার নাম।