পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লি চিড়িয়াখানার (Delhi Zoo) একমাত্র আফ্রিকান হাতির মৃত্যু ( RIP Shankar)। নাম শঙ্কর। বুধবার রাতে মৃত্যু হয় তার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩০।
১৯৯৬ সালে ভারতে এসেছিল শঙ্করকে ( RIP Shankar)। তৎকালীন জিম্বাবওয়ে সরকার উপহার হিসেবে দিয়েছিল ভারতকে। ১৯৯৮ সালে তাকে ভারতে আনা হয়েছিল। তারপর থেকেই দিল্লি চিড়িয়াখানায় (Delhi Zoo) ছিল শঙ্কর।
raed more: গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৯৮, মোট প্রাণহানি ছাড়াল ৬৫ হাজার
এই প্রেক্ষিতে দিল্লি চিড়িয়াখানার ডিরেক্টর সঞ্জিত কুমার বৃহস্পতিবার জানিয়েছেন, শঙ্করের মৃত্যুর কারণ এখনও অজানা। কী ভাবে শঙ্করের মৃত্যু হল, তার তদন্ত হবে। সূত্রের খবর, শেষ কয়েকদিন ঠিক মতো খাওয়াদাওয়া করছিল না শঙ্কর (Shankar, only African elephant at Delhi Zoo, passed away after days of poor appetite) । তাকে গত বেশ কয়েক বছর ধরে চিড়িয়াখানার এনক্লোজারে একাই থাকতে হচ্ছিল।





























