০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিমান বন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আইনি পদক্ষেপ নিতে পারেন অভিষেক  

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার
  • / 97

পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হল। দুই সন্তানকে নিয়ে  তিনি দুবাইয়ের বিমান ধরার গিয়েছিলেন রুজিলা। ঠিক তখন তাকে আটকে দেয় অভিবাসন দফতর।  বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, আজ সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে বিমানবন্দরে পৌঁছন রুজিরা। সেই সময় তাকে অভিবাসন তাকে আটকে দেয়। অভিবাসন দফতর সূত্রের খবর,  ইডির একটি মামলায় ‘লুক আউট’  নোটিশ  জারি হয়েছে রুজিরার নামে। তাই তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে দাবি করেছে তারা।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইডির ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়ার বিরুদ্ধে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলে সূত্রের খবর। অভিষেকের এত জনপ্রিয়তার কারণেই তার স্ত্রীকে এইভাবে বিমান বন্দরে আটকানো হয়েছে বলেও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবাণ অভিষেকের

এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফায়  জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আগেও অভিষেক ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমন পেয়ে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বাচ্চারা ছোট হওয়ার কারণে দিল্লিতে ইডি দফতরে  হাজিরা দেননি রুজিরা। পরিবর্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে) হাজিরা দেন। গত  সেপ্টেম্বর মাসে অভিষেকের রক্ষাকবচ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: দুর্ঘটনার জেরে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করা হল

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিমান বন্দরে আটকানো হল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে, আইনি পদক্ষেপ নিতে পারেন অভিষেক  

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক:  কলকাতা বিমানবন্দরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে আটকানো হল। দুই সন্তানকে নিয়ে  তিনি দুবাইয়ের বিমান ধরার গিয়েছিলেন রুজিলা। ঠিক তখন তাকে আটকে দেয় অভিবাসন দফতর।  বেশ কিছু ক্ষণ অপেক্ষা করার পর বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিষেক-পত্নী। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় আটকানোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করতে চলেছেন বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, আজ সকাল ৭টা নাগাদ দুই সন্তানকে নিয়ে বিমানবন্দরে পৌঁছন রুজিরা। সেই সময় তাকে অভিবাসন তাকে আটকে দেয়। অভিবাসন দফতর সূত্রের খবর,  ইডির একটি মামলায় ‘লুক আউট’  নোটিশ  জারি হয়েছে রুজিরার নামে। তাই তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে বলে দাবি করেছে তারা।

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠমহল সূত্রে খবর, ইডির ওই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। তা সত্ত্বেও রুজিরাকে বিমানবন্দরে বাধা দেওয়ার বিরুদ্ধে অভিষেক আইনি পদক্ষেপ করতে পারেন বলে সূত্রের খবর। অভিষেকের এত জনপ্রিয়তার কারণেই তার স্ত্রীকে এইভাবে বিমান বন্দরে আটকানো হয়েছে বলেও প্রশ্ন উঠেছে।

আরও পড়ুন: পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রকে পঞ্চবাণ অভিষেকের

এর আগে কয়লা পাচার মামলায় অভিষেক ও তাঁর স্ত্রী রুজিরাকে বেশ কয়েক দফায়  জিজ্ঞাসাবাদ করেছে ইডি। আগেও অভিষেক ও তাঁর স্ত্রীকে দিল্লিতে তলবও করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সমন পেয়ে দিল্লিতে ইডির দফতরে হাজিরা দিয়েছিলেন অভিষেক। বাচ্চারা ছোট হওয়ার কারণে দিল্লিতে ইডি দফতরে  হাজিরা দেননি রুজিরা। পরিবর্তে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (কলকাতায় যেখানে ইডির দফতর রয়েছে) হাজিরা দেন। গত  সেপ্টেম্বর মাসে অভিষেকের রক্ষাকবচ বহাল রাখে সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন: দুর্ঘটনার জেরে আহমেদাবাদ সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দর বন্ধ করা হল