পুবের কলম ওয়েবডেস্ক: ইরান-ইসরাইল সংঘর্ষে যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে হস্তক্ষেপ করে, তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইন্টারফ্যাক্সকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন, “যুক্তরাষ্ট্রের যে কোনও হস্তক্ষেপ সংঘর্ষকে আরও গভীর ও বিপজ্জনক করে তুলবে। এক ভয়াবহ সংঘর্ষের সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার মতো হবে।”
রাশিয়ার এ মন্তব্য এমন সময় এল, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা মারাত্মক আকার ধারণ করেছে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে সম্ভাব্য আরও বড় যুদ্ধের আশঙ্কায়।
পেসকভ জোর দিয়ে বলেন, সকল পক্ষকে সংযম রাখার জন্য আহ্বান জানানো উচিত এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক পথকেই অগ্রাধিকার দেওয়া জরুরি।




























