বীরভূমে বালি-পাথরে দিনে ৩ কোটি তোলাবাজি? মামলা হাইকোর্টে

- আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৩, বৃহস্পতিবার
- / 5
পারিজাত মোল্লা: বীরভূমে একাধারে রয়েছে অজয়- ময়ুরাক্ষীর মত নদী, অপরদিকে রয়েছে অসংখ্য পাথর খাদান। বালি ও পাথরে বীরভূম জেলায় নাকি প্রত্যেহ ৩ কোটি টাকা তোলা আদায়? এইরকম অভিযোগকে সামনে রেখে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে মামলা দাখিল হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি চলে। তবে রাজ্য সরকারের কোনও আইনজীবী না থাকায় এই মামলার প্রতিলিপি অ্যাডভোকেট জেনারেলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
মামলাকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় এদিন আদালতে জানান, কার্বন কপির বিল দিয়ে এই টাকা তোলা চলছে প্রতিদিন। দিনে ২ থেকে ৩ কোটি টাকা তোলা হচ্ছে ‘।
সব্যসাচী বাবু এও বলেন, বগটুই তদন্তে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখ করা হয়েছে, বালি-পাথরের টাকার বখরা নিয়ে গণ্ডগোলেই খুন ও গণহত্যার ঘটনা ঘটেছিল। ওই কাণ্ডের পর এক মাস টাকা তোলা বন্ধ হলেও ফের তা শুরু হয়েছে এবং রমরমিয়ে চলছে’।
স্থানীয় সূত্রে প্রকাশ বীরভূমের ঝনঝনিয়া সাঁকো, মল্লারপুর, হাজিমারা বাগান, সঁনটশাল মোড়, মুরগাবুনি, রামপুরা অঞ্চল গুলিতে পাথর বোঝাই গাড়ি থেকে টাকা উঠছে। ৪৮০০ থেকে ৬৪০০ টাকা পর্যন্ত তোলা হচ্ছে প্রতি ট্রাক থেকে।পাঁচামী থেকে প্রতিটি সড়কপথের মোড় গুলিতে একদল ব্যক্তি থাকে তোলা আদায় করতে।এরা স্থানীয় পুলিশ ও শাসক দলের ঘনিষ্ঠ লোক বলে অভিযোগ। সিবিআইয়ের আইনজীবী বলেন, ‘এটা একটা হোয়াইট কলার ক্রাইম।’
অভিযোগ, বেআইনিভাবে বিভিন্ন জায়গায় টোল খুলে এই টাকা তোলা চলছে। এখন দেখার মামলার প্রতিলিপি পাওয়ার পর হাইকোর্টে এজি কি জানান?