০৯ অগাস্ট ২০২৫, শনিবার, ২৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের ডবলস থেকে বিদায় সানিয়ার

ইমামা খাতুন
  • আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 42

পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলসের দ্বিতীয়  রাউন্ড থেকেই বিদায় হয়ে সানিয়া মির্জা ও অ্যানা ড্যানিলিয়া জুটির। রবিবার হাড্ডাহাড্ডি লড়াই করলেও হার মানতে বাধ্য হলেন এই ইন্দো-কাজাখস্তান জুটি।   এ দিন ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি ৬-৪, ৪-৬, ৬-২ হারালেন সানিয়াদের। প্রসঙ্গত, এই অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম।

এ দিন কালিনিনা-অ্যালিসন জুটি প্রথম সেটটি জিতে নেওয়ার পরে ঘুরে দাঁড়ান সনিয়া-ড্যানিলিয়া। দ্বিতীয় সেটটি ৬-৪ জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। কিন্তু তৃতীয় সেটে তাঁদের থেকে প্রত্যাশিত লড়াইটা দেখা যায়নি। এই সেটটি ৬-২ জিতে ম্যাচে ফয়সালা করে দেন কালিনিনা-অ্যালিসন জুটি। ম্যাচে তিনটি ডবল-ফল্ট করেন সানিয়ারা। ব্রেক পয়েন্টও কাজে লাগাতে পারেননি। ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে সানিয়ারা জেতেন মাত্র তিনটি।

আরও পড়ুন: পার্লামেন্টে যৌন হেনস্থা, অভিযোগ অস্ট্রেলিয়ার নারী সাংসদের

মহিলাদের ডবলস থেকে বিদায় হয়ে গেলেও সানিয়ার অস্ট্রেলিয়ান ওপেন অভিযান এখনই শেষ হচ্ছে না। প্রতিযোগিতার মিক্সড ডবলসে রোহন বোপান্নার  সঙ্গে জুটি বেঁধে খেলছেন সানিয়া। এই জুটি প্রথম রাউন্ডের বাধা টপকে গিয়েছেন।  সানিয়া-বোপান্না জুটি সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন।

আরও পড়ুন: ফের অস্ট্রেলীয় মন্দিরে হামলা  

 

আরও পড়ুন: ফিলিস্তিনে দূতাবাস খুলতে চলেছে চিলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অস্ট্রেলিয়ান ওপেন মহিলাদের ডবলস থেকে বিদায় সানিয়ার

আপডেট : ২২ জানুয়ারী ২০২৩, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলসের দ্বিতীয়  রাউন্ড থেকেই বিদায় হয়ে সানিয়া মির্জা ও অ্যানা ড্যানিলিয়া জুটির। রবিবার হাড্ডাহাড্ডি লড়াই করলেও হার মানতে বাধ্য হলেন এই ইন্দো-কাজাখস্তান জুটি।   এ দিন ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি ৬-৪, ৪-৬, ৬-২ হারালেন সানিয়াদের। প্রসঙ্গত, এই অস্ট্রেলিয়ান ওপেনই সানিয়ার কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম।

এ দিন কালিনিনা-অ্যালিসন জুটি প্রথম সেটটি জিতে নেওয়ার পরে ঘুরে দাঁড়ান সনিয়া-ড্যানিলিয়া। দ্বিতীয় সেটটি ৬-৪ জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। কিন্তু তৃতীয় সেটে তাঁদের থেকে প্রত্যাশিত লড়াইটা দেখা যায়নি। এই সেটটি ৬-২ জিতে ম্যাচে ফয়সালা করে দেন কালিনিনা-অ্যালিসন জুটি। ম্যাচে তিনটি ডবল-ফল্ট করেন সানিয়ারা। ব্রেক পয়েন্টও কাজে লাগাতে পারেননি। ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে সানিয়ারা জেতেন মাত্র তিনটি।

আরও পড়ুন: পার্লামেন্টে যৌন হেনস্থা, অভিযোগ অস্ট্রেলিয়ার নারী সাংসদের

মহিলাদের ডবলস থেকে বিদায় হয়ে গেলেও সানিয়ার অস্ট্রেলিয়ান ওপেন অভিযান এখনই শেষ হচ্ছে না। প্রতিযোগিতার মিক্সড ডবলসে রোহন বোপান্নার  সঙ্গে জুটি বেঁধে খেলছেন সানিয়া। এই জুটি প্রথম রাউন্ডের বাধা টপকে গিয়েছেন।  সানিয়া-বোপান্না জুটি সোমবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে নামবেন।

আরও পড়ুন: ফের অস্ট্রেলীয় মন্দিরে হামলা  

 

আরও পড়ুন: ফিলিস্তিনে দূতাবাস খুলতে চলেছে চিলি