ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করুন: হজযাত্রীদের সতর্ক করল সউদি

- আপডেট : ১৩ জুন ২০২৫, শুক্রবার
- / 230
পুবের কলম ওয়েবডেস্ক: সউদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সকল হজযাত্রীদের তাদের হজ ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই দেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে। নিয়ম মেনে চলা এবং অতিরিক্ত সময় অবস্থানের সঙ্গে সম্পর্কিত আইনি পরিণতি এড়ানোর গুরুত্ব তুলে ধরে এক সরকারি বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, যে সময়মতো
যাত্রা কেবল একটি আইনি বাধ্য-বাধকতাই নয়, বরং রাজ্যের নিয়মকানুন এবং বার্ষিক হজ যাত্রার মরশুমের প্রতিও সম্মান প্রদর্শন করা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, ‘নির্ধারিত প্রস্থানের সময়সীমা মেনে চলা হজ পদ্ধতির অখণ্ডতা রক্ষা করে এবং আল্লাহ’র মেহমানদের জন্য বর্তমান সুবিধা নিশ্চিত করে।’
মন্ত্রণালয় আরও জোর দিয়ে বলেছে যে, হজযাত্রীদের অবশ্যই সকল প্রাসঙ্গিক আইন মেনে চলতে হবে, হজের উদ্দেশ্যে তাদের ভিসা কঠোরভাবে ব্যবহার করতে হবে এবং লাইসেন্সবিহীন এজেন্টদের সঙ্গে জড়িত থাকা বা অনুমোদিত সময়ের বাইরে কোনও কার্যকলাপ এড়িয়ে চলতে হবে। তা না মানলে আইনি জরিমানা বা ভবিষ্যতে ভ্রমণ নিষেধাজ্ঞার সম্মুখীন হতে পারে।
সরকারি কর্তৃপক্ষ একটি বিস্তৃত ‘প্রস্থান অভিযান’ শুরু করেছে। পাসপোর্ট অধিদফতরের জেনারেল ডিরেক্টরেট সকল আন্তর্জাতিক আকাশ, স্থল এবং সমুদ্র প্রস্থান পয়েন্টে কর্মী এবং উন্নত প্রযুক্তি মোতায়েন করেছে। সরকারি দফতর জানিয়েছে,‘আমরা তীর্থযাত্রীদের জন্য একটি দক্ষ এবং সুশৃঙ্খল প্রস্থান প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কর্মী এবং নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করেছি।’
মদিনা অঞ্চলে, স্থানীয় কর্তৃপক্ষ প্রিন্স মোহাম্মদ বিন আধুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রারত হজযাত্রীদের বিদায় জানাতে শুরু করেছে। অনেকেই হজ শেষে শহরে সময় কাটাচ্ছেন এবং বাড়ি ফিরে আসার আগে মসজিদে নববী জিয়ারত করছেন।
সউদি কর্তৃপক্ষের দাবি, হজ-পূর্ব পর্বে বিমানবন্দরে উল্লেখযোগ্য যানজট দেখা গেছে। যেখানে ৭,১৯,৪০০ জন হজযাত্রীকে স্বাগত জানানো হয়েছে। যা এ বছর ৫৩টি দেশের ১৯৬টি শহর থেকে ১,৯১০টি ফ্লাইটে বিমানে আগত হজযাত্রীদের প্রায় অর্ধেক। এই সংখ্যাটি চলতি মৌসুমে সউদি বিমানবন্দরে আগত হজ-সম্পর্কিত ফ্লাইটের ৬০ শতাংশ।