০২ অগাস্ট ২০২৫, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চলতি বছরেই মহাকাশে মহিলা নভশ্চর পাঠাবে সউদি আরব

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
  • / 27

 

পুবের কলম ওয়েবডেস্ক: মহাকাশে মহিলা নভোচারী পাঠানোর ঘোষণা করেছে সউদি আরব। চলতি বছরের মাঝামাঝি সময়ে রায়ানাহ বারনাভি নামের ওই মহিলা নভোচারী ও আলী আলকারনি নামের এক পুরুষ নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

তারা এএক্স-২ স্পেশ মিশনে থাকা নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। রায়ানাহ এবং আলীর পাশাপাশি ভবিষ্যতে মহাকাশে পাঠানোর জন্য মরিয়ম ফারদৌস ও আলী আলগামদি নামের আরও দুজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খবর খলিজ টাইমসের।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেস প্রোগ্রামটি সফল করতে কাজ করছে সৌদি স্পেস কমিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং অ্যাক্সিওম স্পেস-এর মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

চলতি বছরেই মহাকাশে মহিলা নভশ্চর পাঠাবে সউদি আরব

আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: মহাকাশে মহিলা নভোচারী পাঠানোর ঘোষণা করেছে সউদি আরব। চলতি বছরের মাঝামাঝি সময়ে রায়ানাহ বারনাভি নামের ওই মহিলা নভোচারী ও আলী আলকারনি নামের এক পুরুষ নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।

আরও পড়ুন: ২০২৫-২৬ ওমরাহ’র ক্যালেন্ডার প্রকাশ সউদির 

তারা এএক্স-২ স্পেশ মিশনে থাকা নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। রায়ানাহ এবং আলীর পাশাপাশি ভবিষ্যতে মহাকাশে পাঠানোর জন্য মরিয়ম ফারদৌস ও আলী আলগামদি নামের আরও দুজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খবর খলিজ টাইমসের।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: ভারত-পাক উত্তেজনা, মধ্যস্থতার প্রস্তাব ইরান-সউদির

সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেস প্রোগ্রামটি সফল করতে কাজ করছে সৌদি স্পেস কমিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং অ্যাক্সিওম স্পেস-এর মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: Saudi Arabia’s new Hajj rule: মক্কায় ঢুকতে বাধ্যতামূলক হজ পারমিট