চলতি বছরেই মহাকাশে মহিলা নভশ্চর পাঠাবে সউদি আরব
- আপডেট : ১৪ ফেব্রুয়ারী ২০২৩, মঙ্গলবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্ক: মহাকাশে মহিলা নভোচারী পাঠানোর ঘোষণা করেছে সউদি আরব। চলতি বছরের মাঝামাঝি সময়ে রায়ানাহ বারনাভি নামের ওই মহিলা নভোচারী ও আলী আলকারনি নামের এক পুরুষ নভোচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে।
তারা এএক্স-২ স্পেশ মিশনে থাকা নভোচারীদের সঙ্গে যুক্ত হবেন। রায়ানাহ এবং আলীর পাশাপাশি ভবিষ্যতে মহাকাশে পাঠানোর জন্য মরিয়ম ফারদৌস ও আলী আলগামদি নামের আরও দুজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খবর খলিজ টাইমসের।
সৌদি হিউম্যান স্পেসফ্লাইট প্রোগ্রামের আওতায় তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্পেস প্রোগ্রামটি সফল করতে কাজ করছে সৌদি স্পেস কমিশন, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ক্রীড়া মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতাল অ্যান্ড রিসার্চ সেন্টার এবং অ্যাক্সিওম স্পেস-এর মতো জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।