২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সাংস্কৃতিক আদান প্রদানের লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর সউদি-ব্রিটেন !

ইমামা খাতুন
  • আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার
  • / 42

পুবের কলম প্রতিবেদক : সউদি আরবের সঙ্গে ব্রিটেনের মউ-চুক্তি স্বাক্ষর হলো। এই চুক্তি অনুযায়ী নিজেদের সাংস্কৃতিক, ঐতিহ্য ইত্যাদি আদান-প্রদান চলবে দুই দেশের মাঝে। রিয়াধে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিন্স বদর বিন ফারহান এবং বৃটেনের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাদিন ডোরিসের উপস্থিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি।

চুক্তি স্বাক্ষরের পর টু্যইট করে উচ্ছাস প্রকাশ করেন ডোরিস। তিনি বলেন, সংস্কৃতি সব তফকার লোককে একত্রিত করার ক্ষমতা রাখে। এই চুক্তি ফিল্ম, জাদুঘর এবং ঐতিহ্য ইত্যাদির উপর আমাদের বন্ধনকে আরো মজবুত করবে। এই চুক্তি অনুযায়ী, নিজেদের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে আদান প্রদান করবে দুই দেশ। জাদুঘর, ঐতিহ্য, ফিল্ম, থিয়েটার, গান, সাহিত্য, স্থাপত্য ইত্যাদি অঙ্গনে বৃটেন ও সউদি নিজেদে সৃষ্টিশীলতাকে আদান প্রদান করা হবে।সাংস্কৃতিক অগ্রগতির জন্য দুই দেশ একে অন্যকে সাহায্য, সহযোগিতার অঙ্গীকার করে এদিন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই সউদি আরবে আমূল সংস্কারের পথে হাঁটছে ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান। সম্প্রতি মহিলাদের বিষয়ে বেশ কিছু আইন লঘু করেছে দেশটি। যেমন, মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে রিয়াধ প্রশাসন।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

 

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

আরও পড়ুন: ইসলাম কবুল করলেন ব্রিটিশ পুলিশ অফিসার  

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সাংস্কৃতিক আদান প্রদানের লক্ষ্যে মউ চুক্তি স্বাক্ষর সউদি-ব্রিটেন !

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক : সউদি আরবের সঙ্গে ব্রিটেনের মউ-চুক্তি স্বাক্ষর হলো। এই চুক্তি অনুযায়ী নিজেদের সাংস্কৃতিক, ঐতিহ্য ইত্যাদি আদান-প্রদান চলবে দুই দেশের মাঝে। রিয়াধে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়। সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রিন্স বদর বিন ফারহান এবং বৃটেনের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নাদিন ডোরিসের উপস্থিতে স্বাক্ষরিত হয় এই চুক্তি।

চুক্তি স্বাক্ষরের পর টু্যইট করে উচ্ছাস প্রকাশ করেন ডোরিস। তিনি বলেন, সংস্কৃতি সব তফকার লোককে একত্রিত করার ক্ষমতা রাখে। এই চুক্তি ফিল্ম, জাদুঘর এবং ঐতিহ্য ইত্যাদির উপর আমাদের বন্ধনকে আরো মজবুত করবে। এই চুক্তি অনুযায়ী, নিজেদের মধ্যে সাংস্কৃতিক অঙ্গনে আদান প্রদান করবে দুই দেশ। জাদুঘর, ঐতিহ্য, ফিল্ম, থিয়েটার, গান, সাহিত্য, স্থাপত্য ইত্যাদি অঙ্গনে বৃটেন ও সউদি নিজেদে সৃষ্টিশীলতাকে আদান প্রদান করা হবে।সাংস্কৃতিক অগ্রগতির জন্য দুই দেশ একে অন্যকে সাহায্য, সহযোগিতার অঙ্গীকার করে এদিন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই সউদি আরবে আমূল সংস্কারের পথে হাঁটছে ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সালমান। সম্প্রতি মহিলাদের বিষয়ে বেশ কিছু আইন লঘু করেছে দেশটি। যেমন, মহিলাদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে রিয়াধ প্রশাসন।

আরও পড়ুন: চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি

 

আরও পড়ুন: ৪০-এর রোনাল্ডোর সঙ্গে নতুন চুক্তি আল নাসরের

আরও পড়ুন: ইসলাম কবুল করলেন ব্রিটিশ পুলিশ অফিসার