২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিরাট ইস্যুতে সাবধানি সৌরভ

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 49

পুবের কলম ওয়েবডেস্কঃ একেকজনের একেকরকম বক্তব্য। বোর্ড ভার্সেস বিরাট কোহলি। ইস্যুটা এখন বেশ সরগরম। বিরাটকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়েই যত বিতর্কের  সূত্রপাত। বিরাট বলেছেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন ছাড়ার আগে তিনি নাকি বোর্ডের  সঙ্গে আলোচনা করেছেন।  যদিও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ব্যক্তিগতভাবে তাকে টি-টোয়েন্টি ক্যাপ্টেন সি না ছাড়তে অনুরোধ করেছিলেন। তার ওপর আবার ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরানোর জন্য বিরাট কোহলিকে নাকি আগেই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে।  কিন্তু বিরাট এর বক্তব্য তিনি এটি জানতে পারেন টেস্ট টিম নির্বাচনের মাত্র দেড় ঘণ্টা আগে। ইস্যুটা এখন বিরাট ক্যাপ্টেন্সি থেকে সরানো যত বড় ব্যাপার, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিরাট বনাম সৌরভ উবাচ।

কি ঠিক বলছেন, বিরাট না সৌরভ? বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলী বাড়ি থেকে বেরোনোর সময় এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। সৌরভ প্রথমে কোন কিছু উত্তর দিতে রাজি হননি। পরে যেটা জানালেন সেটা কিছুটা ডিফেন্সিভ খেলার শামিল। বোর্ড সভাপতির বক্তব্য,’বিষয়টি খুবই স্পর্শ কাতর । এটি নিয়ে আলোচনা চলছে। বোর্ড  কী ব্যবস্থা নেবে সেটা পরে দেখা যাবে। তবে বোর্ড নিশ্চয়ই সঠিক সময়ে এর ব্যবস্থা নেবে। এখনই এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ‘ আসলে সৌরভ গঙ্গুলি আর বিষয়টি নিয়ে বেশি জলঘোলা করতে চাইছেন না। তাছাড়া সামনেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ইতিমধ্যেই দল রওনা হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। বিরাট কোহলি সেখানে টেস্ট ক্যাপটেন। পুরো বিষয়টির ভবিষ্যৎ কি হবে তা টেস্ট ওয়ানডে সিরিজের পরেই বোঝা যাবে।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিরাট ইস্যুতে সাবধানি সৌরভ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ একেকজনের একেকরকম বক্তব্য। বোর্ড ভার্সেস বিরাট কোহলি। ইস্যুটা এখন বেশ সরগরম। বিরাটকে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়েই যত বিতর্কের  সূত্রপাত। বিরাট বলেছেন টি-টোয়েন্টি ক্যাপ্টেন ছাড়ার আগে তিনি নাকি বোর্ডের  সঙ্গে আলোচনা করেছেন।  যদিও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী ব্যক্তিগতভাবে তাকে টি-টোয়েন্টি ক্যাপ্টেন সি না ছাড়তে অনুরোধ করেছিলেন। তার ওপর আবার ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে সরানোর জন্য বিরাট কোহলিকে নাকি আগেই জানানো হয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে।  কিন্তু বিরাট এর বক্তব্য তিনি এটি জানতে পারেন টেস্ট টিম নির্বাচনের মাত্র দেড় ঘণ্টা আগে। ইস্যুটা এখন বিরাট ক্যাপ্টেন্সি থেকে সরানো যত বড় ব্যাপার, তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিরাট বনাম সৌরভ উবাচ।

কি ঠিক বলছেন, বিরাট না সৌরভ? বৃহস্পতিবার সৌরভ গাঙ্গুলী বাড়ি থেকে বেরোনোর সময় এ বিষয়ে তাকে প্রশ্ন করা হয়। সৌরভ প্রথমে কোন কিছু উত্তর দিতে রাজি হননি। পরে যেটা জানালেন সেটা কিছুটা ডিফেন্সিভ খেলার শামিল। বোর্ড সভাপতির বক্তব্য,’বিষয়টি খুবই স্পর্শ কাতর । এটি নিয়ে আলোচনা চলছে। বোর্ড  কী ব্যবস্থা নেবে সেটা পরে দেখা যাবে। তবে বোর্ড নিশ্চয়ই সঠিক সময়ে এর ব্যবস্থা নেবে। এখনই এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। ‘ আসলে সৌরভ গঙ্গুলি আর বিষয়টি নিয়ে বেশি জলঘোলা করতে চাইছেন না। তাছাড়া সামনেই ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। ইতিমধ্যেই দল রওনা হয়ে গেছে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে। বিরাট কোহলি সেখানে টেস্ট ক্যাপটেন। পুরো বিষয়টির ভবিষ্যৎ কি হবে তা টেস্ট ওয়ানডে সিরিজের পরেই বোঝা যাবে।

আরও পড়ুন: ৪৫ নম্বর সেঞ্চুরিতে বিরাট ভাঙলেন শচীনের রেকর্ড

 

আরও পড়ুন: বিরাট  কৃতিত্ব:  বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-২০তে ছুঁলেন চার হাজার রানের মাইলস্টোন

আরও পড়ুন: মাত্র ২৭  সেকেন্ড! আতঙ্কিত বিরাট, তারপর কি হল দেখুন ভাইরাল ভিডিও