সংখ্যালঘু সংকট ও উত্তরণের পথ খুঁজতে মালদায় বিদ্বজ্জন সভা
- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 237
মোকতার হোসেন মন্ডল: শনিবার মালদা টাউন সংলগ্ন মায়াবন রিসোর্টে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের আয়োজনে এক গুরুত্বপূর্ণ বিদ্বজ্জন সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল উদ্দেশ্য ছিল সংখ্যালঘু সম্প্রদায়ের নানামুখী সংকট ও তার কার্যকর সমাধান নিয়ে গভীর আলোচনা।

সভায় উপস্থিত ছিলেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সাধারণ সম্পাদক ও মুসলিম পারসোনাল ল’ বোর্ডের সদস্য মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান, কালিয়াচক কলেজের অধ্যক্ষ ড. নাজিবর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী ওয়াসিম আকরাম, হিউম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাওলানা আব্দুল ওদুদ, চিকিৎসক ও সালাম বাংলা পত্রিকার সম্পাদক নাসিমুল হক নাসিম, নস্য শেখ উন্নয়ন পরিষদের প্রতিনিধি আমিনুল হক, ইটাহার আল আমীন মিশনের সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক, শেরসাবাদিয়ার জনগোষ্ঠীর শিক্ষক আরাফাত আলি, সংখ্যালঘু যুব ফেডারেশনের মালদা জেলা সভাপতি নুর হোসেন সহ অনেকে।
সভায় মুহাম্মদ কামরুজ্জামান বলেন, ব্রিটিশ শাসকের মতো আজও সংখ্যালঘুদের মধ্যে বিভেদ সৃষ্টির চক্রান্ত চলছে, কিন্তু এ সময় প্রয়োজন ঐক্য ও ইতিবাচক কর্মসূচি। তিনি জানান, দুর্ভাগ্যজনকভাবে আজ মুসলমানদের কিছু নেতা অনেক সময় মুসলিমদের বিরুদ্ধেই ছোটখাটো পদের জন্য দাঁড়িয়ে পড়েন। এ ধারা বন্ধ করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, নেতৃত্বকে সময় দিতে হবে এবং সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে।
ড. নাজিবর রহমান বলেন, “শুধু ইস্যু নিয়ে চর্চা করলেই চলবে না, নিজে থেকে ইস্যু তৈরি করে তার সমাধানের দিকে এগোতে হবে। ভোটের সময় শুধু বসলে হবে না, ভোটের পর কী করতে হবে সেটাও লিখতে হবে। নেতৃত্বকে পরিকল্পিতভাবে আগামী তিন মাস, এক বছর বা পাঁচ বছরের লক্ষ্য ঠিক করে কাজ করতে হবে।”
মাওলানা আব্দুল ওদুদ বলেন, “আমাদের আর একে অপরকে এড়িয়ে গেলে চলবে না। নিজেদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের রূপরেখা নির্ধারণ করে সমাজের জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে।”


































