১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়

চামেলি দাস
  • আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
  • / 149

পুবের কলম ওয়েবডেস্ক: এবার গ্রেফতার সাউথ ক্যালকাটা ল কলেজের সরকারি নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। আটক করে তাঁকে রাতভর জেরা করা হয়। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত গার্ডের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সকাল থেকে কসবার ল কলেজের আইনের ছাত্রীর গণধর্ষণের ঘটনা  তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। নির্যাতিতা দাবি, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। ছাত্রীটি সেখানে গেলে তিনজন তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ছাত্রী। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

নির্যাতিতা অভিযোগ পত্রে জানিয়েছিলেন, ঘটনার সময় নিরাপত্তারক্ষীকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা। ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই শুক্রবার কলেজের সরকারি নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। বুধবার ঠিক কী ঘটেছিল গার্ড রুমে, তাঁর কী ভূমিকা ছিল, কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানাননি একাধিক প্রশ্ন পিনাকী বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। শনিবার সকালে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: ওড়িশার জাজপুরে হকি খেলোয়াড়কে গণধর্ষণ: কোচসহ ৪ জন আটক

 

আরও পড়ুন: সোমবার থেকে খুলতে পারে সাউথ ক্যালকাটা ল’ কলেজ, আজ রাতেই নোটিশ

আরও পড়ুন: কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কসবার আইন কলেজে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: এবার গ্রেফতার সাউথ ক্যালকাটা ল কলেজের সরকারি নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়। আটক করে তাঁকে রাতভর জেরা করা হয়। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ। ধৃত গার্ডের ভূমিকা খতিয়ে দেখছে পুলিশ।

শুক্রবার সকাল থেকে কসবার ল কলেজের আইনের ছাত্রীর গণধর্ষণের ঘটনা  তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। নির্যাতিতা দাবি, বুধবার সন্ধ্যায় তাঁকে ডাকা হয়েছিল। ছাত্রীটি সেখানে গেলে তিনজন তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ছাত্রী। কাউকে কিছু না বলতে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার ওই ছাত্রী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই নড়েচড়ে বসেন পুলিশ আধিকারিকরা। প্রথমে দু’জনকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চলে। তাঁদের থেকেই মূল অভিযুক্তের খোঁজ পাওয়া যায়। কালবিলম্ব না করে মূল অভিযুক্তকেও গ্রেফতার করা হয়।

নির্যাতিতা অভিযোগ পত্রে জানিয়েছিলেন, ঘটনার সময় নিরাপত্তারক্ষীকে তার ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল। গার্ড বিষয়টা জানলেও নিরুপায় ছিলেন বলে জানান নির্যাতিতা। ছাত্রীর অভিযোগের ভিত্তিতেই শুক্রবার কলেজের সরকারি নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে আটক করে পুলিশ। বুধবার ঠিক কী ঘটেছিল গার্ড রুমে, তাঁর কী ভূমিকা ছিল, কেন ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ বা থানায় জানাননি একাধিক প্রশ্ন পিনাকী বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়। শনিবার সকালে কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করল পুলিশ।

আরও পড়ুন: ওড়িশার জাজপুরে হকি খেলোয়াড়কে গণধর্ষণ: কোচসহ ৪ জন আটক

 

আরও পড়ুন: সোমবার থেকে খুলতে পারে সাউথ ক্যালকাটা ল’ কলেজ, আজ রাতেই নোটিশ

আরও পড়ুন: কসবার ঘটনায় বিতর্কিত মন্তব্যের জেরে শোকজের জবাব, ক্ষমা চাইলেন মদন