আইভি আদক, হাওড়া: স্বনির্ভর গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে কাজে উৎসাহ দান। হাওড়া পুরসভায় সেলফ হেল্প গ্রুপ নিয়ে হল বৈঠক।
পিছিয়ে পড়া মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপের কাজকে আরও তরান্বিত করার উদ্যোগে শুক্রবার দুপুরে হাওড়া পুরসভায় এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে উপস্থিত ছিলেন হাওড়া পুরসভার প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরী সহ পুর আধিকারিকরা।
হাওড়া পুরসভা এলাকায় যাতে আরও সেলফ হেল্প গ্রুপ বা স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা যায় তার জন্যই এই বৈঠক বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, হাওড়া পুরসভা এলাকায় মোট ৭০৩টি সেলফ হেল্প গ্রুপ আছে। যারা নিজেরা স্বাধীনভাবে কাজ করে অর্থ উপার্জন করছেন।
































