০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

গুজরাতের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শাহ, অংশ নিলেন মকর সংক্রান্তি উৎসবেও

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১৫ জানুয়ারী ২০২৩, রবিবার
  • / 55

 

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার গান্ধিনগরে গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গুজরাতের গান্ধিনগর জেলার কপিলেশ্বর মহাদেব মন্দিরেও প্রার্থনা করেন।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

শুক্রবার দিন স্বরাষ্ট্রমন্ত্রী মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাতের আহমেদাবাদের শ্রী জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন। প্রার্থনার পর শাহ মন্দিরের হাতিদেরও খাওয়ান এবং পরে ভেজালপুরে ঘুড়ি উড়ানো উৎসবে যান।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

ভারতীয় ক্যালেন্ডারের একটি বিশিষ্ট উৎসব মকর সংক্রান্তিতে হিন্দু দেবতা সূর্যের কাছে নৈবেদ্য নিবেদন করেন। দিনটি মকরে সূর্যের স্থানান্তরের প্রথম দিনটিকে চিহ্নিত করে এবং শীতকালীন অয়নকালের শেষ এবং দীর্ঘ দিনের শুরুকে চিহ্নিত করে।

প্রতি বছর ১৪ জানুয়ারী পালন করা হয়। উৎসবটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত যেমন পোঙ্গল, বিহু এবং মাঘি। দেশের বিভিন্ন স্থানে ভক্তরা বিভিন্ন ঘাটে পূজা-অর্চনা করেন।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গুজরাতের রাজ্যপালের সঙ্গে দেখা করলেন শাহ, অংশ নিলেন মকর সংক্রান্তি উৎসবেও

আপডেট : ১৫ জানুয়ারী ২০২৩, রবিবার

 

পুবের কলম ওয়েবডেস্ক: শনিবার গান্ধিনগরে গুজরাতের রাজ্যপাল আচার্য দেবব্রতের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি গুজরাতের গান্ধিনগর জেলার কপিলেশ্বর মহাদেব মন্দিরেও প্রার্থনা করেন।

আরও পড়ুন: উচ্চবর্ণের মতো পোশাক পরায় দলিতকে মারধর, অপমানে আত্মহত্যা যুবকের

শুক্রবার দিন স্বরাষ্ট্রমন্ত্রী মকর সংক্রান্তি উপলক্ষে গুজরাতের আহমেদাবাদের শ্রী জগন্নাথ মন্দিরে প্রার্থনা করেছিলেন। প্রার্থনার পর শাহ মন্দিরের হাতিদেরও খাওয়ান এবং পরে ভেজালপুরে ঘুড়ি উড়ানো উৎসবে যান।

আরও পড়ুন: ত্রিপুরায় বিজেপি সরকার থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা তিপ্রা মোথার বিধায়কের

ভারতীয় ক্যালেন্ডারের একটি বিশিষ্ট উৎসব মকর সংক্রান্তিতে হিন্দু দেবতা সূর্যের কাছে নৈবেদ্য নিবেদন করেন। দিনটি মকরে সূর্যের স্থানান্তরের প্রথম দিনটিকে চিহ্নিত করে এবং শীতকালীন অয়নকালের শেষ এবং দীর্ঘ দিনের শুরুকে চিহ্নিত করে।

প্রতি বছর ১৪ জানুয়ারী পালন করা হয়। উৎসবটি দেশের বিভিন্ন অংশে বিভিন্ন নামে পরিচিত যেমন পোঙ্গল, বিহু এবং মাঘি। দেশের বিভিন্ন স্থানে ভক্তরা বিভিন্ন ঘাটে পূজা-অর্চনা করেন।