০২ মে ২০২৫, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কানঝাওয়ালে মৃতের পরিবারের সাহায্যে শাহরুখের এনজিও

ইমামা খাতুন
  • আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার
  • / 9

পুবের কলম ওয়েব ডেস্ক: রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া হিট রান এর ঘটনায় মৃত অঞ্জলি  সিংহের পরিবারের সাহায্যে এগিয়ে এলেন শাহরুখ খান। শাহরুখ খানের এনজিও মীর ফাউন্ডেশনের পক্ষে অঞ্জলির পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। অঞ্জলির মামা জানান, শুক্রবার মীর ফাউন্ডেশনের তরফে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আর্থিক সাহায্যের পরিমাণ অবশ্য তিনি জানাননি। দিল্লির কানঝাওয়ালে ১ এবং ২ জানুয়ারির মধ্যে রাত প্রায় ২.৩০ নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় ২০ বছরের অঞ্জলির মৃত্যু হয়। একটি বোলেনো গাড়ি অঞ্জলির স্কুলটিকে ধাক্কা দিলে অঞ্জলি গাড়ির নিচে ফেঁসে যান। গাড়িটি তাঁকে হেঁচড়ে নিয়ে যায় প্রায় ১২ কিলোমিটার। অঞ্জলির মৃতদেহ নগ্ন অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, অসুস্থ মা এবং ছোট বোনের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন অঞ্জলি। তাঁর মায়ের চিকিৎসা, ভাই-বোনের পড়াশোনায় সাহায্য করতে শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুঃস্থদের সাহায্যার্থে শাহরুখ খান তাঁরবাবা মীর তাজ মুহাম্মদ খানের নামে এই সংস্থাটি তৈরি করেন।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কানঝাওয়ালে মৃতের পরিবারের সাহায্যে শাহরুখের এনজিও

আপডেট : ৭ জানুয়ারী ২০২৩, শনিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: রাজধানী দিল্লিতে ঘটে যাওয়া হিট রান এর ঘটনায় মৃত অঞ্জলি  সিংহের পরিবারের সাহায্যে এগিয়ে এলেন শাহরুখ খান। শাহরুখ খানের এনজিও মীর ফাউন্ডেশনের পক্ষে অঞ্জলির পরিবারকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। অঞ্জলির মামা জানান, শুক্রবার মীর ফাউন্ডেশনের তরফে মৃতের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। আর্থিক সাহায্যের পরিমাণ অবশ্য তিনি জানাননি। দিল্লির কানঝাওয়ালে ১ এবং ২ জানুয়ারির মধ্যে রাত প্রায় ২.৩০ নাগাদ এক মর্মান্তিক দুর্ঘটনায় ২০ বছরের অঞ্জলির মৃত্যু হয়। একটি বোলেনো গাড়ি অঞ্জলির স্কুলটিকে ধাক্কা দিলে অঞ্জলি গাড়ির নিচে ফেঁসে যান। গাড়িটি তাঁকে হেঁচড়ে নিয়ে যায় প্রায় ১২ কিলোমিটার। অঞ্জলির মৃতদেহ নগ্ন অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, অসুস্থ মা এবং ছোট বোনের পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন অঞ্জলি। তাঁর মায়ের চিকিৎসা, ভাই-বোনের পড়াশোনায় সাহায্য করতে শাহরুখের এনজিও মীর ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দুঃস্থদের সাহায্যার্থে শাহরুখ খান তাঁরবাবা মীর তাজ মুহাম্মদ খানের নামে এই সংস্থাটি তৈরি করেন।