০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মুখ্যমন্ত্রী মানের কেন্দ্রেই পরাজয় আপের, জয়ী শিরোমণি অকালি দল ( অমৃতসর)

ইমামা খাতুন
  • আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
  • / 132

পুবের কলম ওয়েবডেস্কঃ কয়েক মাসে আগে সমস্ত রাজনৈতিক হিসেব উলটে দিয়ে ক্ষমতায় আসে আপ। দিল্লির পর দ্বিতীয় রাজ্য হল পঞ্জাব, যেখানে কেজরির দল ক্ষমতায় এল। এই নির্বাচনে ভাগবন্ত মান মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন। সেই ভাগবন্ত মানের লোকসভা কেন্দ্রে এ বার উপনির্বাচনে হেরে গেল আম আদমি পার্টির গুরমেল সিং।

 

আরও পড়ুন: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

পঞ্জাবে সাংরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শিরোমণি অকালি দল ( অমৃতসর) জয়ী হয়। গুরমেল সিংকে হারিয়ে মাত্র সাত হাজার ভোটে জয়ী হন শিরোমণি অকালি দল ( অমৃতসর) মনোনীত প্রার্থী সিমরণজিৎ সিংহ মান। তবে আপ দ্বিতীয় স্থানে থাকলেও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপির কেওয়াল ঢিলোঁ , কংগ্রেসের দলবীর সিংহ গোল্ডি ইত্যাদি। বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন ভগবন্ত। তাই তাঁর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়।

আরও পড়ুন: এমসিডিতে হার মেনে নিয়েই পদত্যাগ করলেন আদেশ গুপ্তা

প্রসঙ্গত, সাংরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার অন্যবারের তুলনায় সব থেকে কম ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় ৪৫.৩০ শতাংশ। শিরোমণি অকালি দল ( অমৃতসর) জয়ী হলেও মূলত আপের হার নিয়ে বেশ চিন্তায় পড়েছে ওয়াকিবহল মহল।

আরও পড়ুন: ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনকে বয়কটের ডাক দিলেন শিরোমনি অকালি দলের সভাপতি তথা সাংসদ সিমরনজিৎ সিং মান, পঞ্জাব জুড়ে বিতর্কের ঝড়

কে এই সিমরণজিৎ সিংহ মান?

সিমরনজিৎ সিং মান ছিলেন একজন আইপিএস অফিসার। ১৯৮৯ ও ১৯৯৯ সালের নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই নিয়ে সাত বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।২০২২ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপ প্রার্থী যশবন্ত সিং গজ্জানমাজরার কাছে ৬ হাজার ০৪৩ ভোটে হেরে যান। কয়েক বছর আগেই শিরোমনি অকালি দল ভেঙে ,সিমরণজিৎ মান শিরোমনি অকালি দল(অমৃতসর)গঠন করেন।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুখ্যমন্ত্রী মানের কেন্দ্রেই পরাজয় আপের, জয়ী শিরোমণি অকালি দল ( অমৃতসর)

আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ কয়েক মাসে আগে সমস্ত রাজনৈতিক হিসেব উলটে দিয়ে ক্ষমতায় আসে আপ। দিল্লির পর দ্বিতীয় রাজ্য হল পঞ্জাব, যেখানে কেজরির দল ক্ষমতায় এল। এই নির্বাচনে ভাগবন্ত মান মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন। সেই ভাগবন্ত মানের লোকসভা কেন্দ্রে এ বার উপনির্বাচনে হেরে গেল আম আদমি পার্টির গুরমেল সিং।

 

আরও পড়ুন: পদত্যাগ করলেন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা

পঞ্জাবে সাংরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শিরোমণি অকালি দল ( অমৃতসর) জয়ী হয়। গুরমেল সিংকে হারিয়ে মাত্র সাত হাজার ভোটে জয়ী হন শিরোমণি অকালি দল ( অমৃতসর) মনোনীত প্রার্থী সিমরণজিৎ সিংহ মান। তবে আপ দ্বিতীয় স্থানে থাকলেও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপির কেওয়াল ঢিলোঁ , কংগ্রেসের দলবীর সিংহ গোল্ডি ইত্যাদি। বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন ভগবন্ত। তাই তাঁর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়।

আরও পড়ুন: এমসিডিতে হার মেনে নিয়েই পদত্যাগ করলেন আদেশ গুপ্তা

প্রসঙ্গত, সাংরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার অন্যবারের তুলনায় সব থেকে কম ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় ৪৫.৩০ শতাংশ। শিরোমণি অকালি দল ( অমৃতসর) জয়ী হলেও মূলত আপের হার নিয়ে বেশ চিন্তায় পড়েছে ওয়াকিবহল মহল।

আরও পড়ুন: ‘হর ঘর তিরঙ্গা’ ক্যাম্পেনকে বয়কটের ডাক দিলেন শিরোমনি অকালি দলের সভাপতি তথা সাংসদ সিমরনজিৎ সিং মান, পঞ্জাব জুড়ে বিতর্কের ঝড়

কে এই সিমরণজিৎ সিংহ মান?

সিমরনজিৎ সিং মান ছিলেন একজন আইপিএস অফিসার। ১৯৮৯ ও ১৯৯৯ সালের নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই নিয়ে সাত বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।২০২২ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপ প্রার্থী যশবন্ত সিং গজ্জানমাজরার কাছে ৬ হাজার ০৪৩ ভোটে হেরে যান। কয়েক বছর আগেই শিরোমনি অকালি দল ভেঙে ,সিমরণজিৎ মান শিরোমনি অকালি দল(অমৃতসর)গঠন করেন।