মুখ্যমন্ত্রী মানের কেন্দ্রেই পরাজয় আপের, জয়ী শিরোমণি অকালি দল ( অমৃতসর)

- আপডেট : ২৬ জুন ২০২২, রবিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ কয়েক মাসে আগে সমস্ত রাজনৈতিক হিসেব উলটে দিয়ে ক্ষমতায় আসে আপ। দিল্লির পর দ্বিতীয় রাজ্য হল পঞ্জাব, যেখানে কেজরির দল ক্ষমতায় এল। এই নির্বাচনে ভাগবন্ত মান মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত হন। সেই ভাগবন্ত মানের লোকসভা কেন্দ্রে এ বার উপনির্বাচনে হেরে গেল আম আদমি পার্টির গুরমেল সিং।
পঞ্জাবে সাংরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে শিরোমণি অকালি দল ( অমৃতসর) জয়ী হয়। গুরমেল সিংকে হারিয়ে মাত্র সাত হাজার ভোটে জয়ী হন শিরোমণি অকালি দল ( অমৃতসর) মনোনীত প্রার্থী সিমরণজিৎ সিংহ মান। তবে আপ দ্বিতীয় স্থানে থাকলেও ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বিজেপির কেওয়াল ঢিলোঁ , কংগ্রেসের দলবীর সিংহ গোল্ডি ইত্যাদি। বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী হন ভগবন্ত। তাই তাঁর লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়।
প্রসঙ্গত, সাংরুর লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার অন্যবারের তুলনায় সব থেকে কম ভোট পড়েছে। ভোটের হার ছিল প্রায় ৪৫.৩০ শতাংশ। শিরোমণি অকালি দল ( অমৃতসর) জয়ী হলেও মূলত আপের হার নিয়ে বেশ চিন্তায় পড়েছে ওয়াকিবহল মহল।
কে এই সিমরণজিৎ সিংহ মান?
সিমরনজিৎ সিং মান ছিলেন একজন আইপিএস অফিসার। ১৯৮৯ ও ১৯৯৯ সালের নির্বাচনে জয়ী হয়ে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এই নিয়ে সাত বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।২০২২ সালে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও আপ প্রার্থী যশবন্ত সিং গজ্জানমাজরার কাছে ৬ হাজার ০৪৩ ভোটে হেরে যান। কয়েক বছর আগেই শিরোমনি অকালি দল ভেঙে ,সিমরণজিৎ মান শিরোমনি অকালি দল(অমৃতসর)গঠন করেন।