০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরপ্রদেশ ও গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনা

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার
  • / 31

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী বছর উত্তরপ্রদেশ এবং গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে শিবসেনা বলে রবিবার জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি– শিবসেনাকে পশ্চিম উত্তরপ্রদেশে সমর্থন করতে কৃষক সংগঠনগুলি– এদিন সাংবাদিকদের সঙ্গে বৈঠকক করতে গিয়ে সঞ্জয় রাউত বলেন– তাঁর দল উত্তরপ্রদেশে ৮০ থেকে ১০০টি আসনে তাদের প্রার্থী দেবে। উত্তরপ্রদেশে বিধানসভার মোট আসা হল ৪০৩। গোয়ায় শিবসেনা ৪০টি আসন বিশিষ্ট বিধানসভায় প্রার্থী দেবে ২০টি আসনে।

তিনি আরও বলেন– কৃষক সংগঠনগুলি তার দলকে সমর্থন জানাবে উত্তরপ্রদেশে– গোয়ায় আঞ্চলিক দল এমভিএ’র সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলছে। শিবসেনা নেতা দাবি করেন উক্ত দুটি রাজ্যেই শিবসেনার প্রচুর কর্মী রয়েছে এবং তাঁরা অতীতেও জয়-পরাজয় নির্বিশেষে দুটি রাজ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রসঙ্গত ২০১৯ সালের মহারাষ্ট্রে  বিধানসভা নির্বাচনের পরে শিবসেনা তাদের বহুদিনের জোটশরিক বিজেপির সঙ্গ পরিত্যাগ করেছিল। তারপর কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট করে এখন মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে শিবসেনা। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ইস্তফা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সঞ্জয় বলেন–  এটি বিজেপির আভ্যন্তরীণ বিষয়– তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। শেষ বিধানসভা নির্বাচনে গুজরাতে কোনওক্রমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি সেখানে সরকার গড়তে সক্ষম হয়েছিল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় রাউত বলেন থাকরের জাতীয় স্তরের নেতা হওয়ার যোগ্যতা আছে। তিনি আসলে জাতীয় স্তরের নেতাই বলে মন্তব্য করেন সঞ্জয় রাউত।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরপ্রদেশ ও গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে শিবসেনা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২১, রবিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ আগামী বছর উত্তরপ্রদেশ এবং গোয়া বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে শিবসেনা বলে রবিবার জানিয়েছেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত। তাঁর দাবি– শিবসেনাকে পশ্চিম উত্তরপ্রদেশে সমর্থন করতে কৃষক সংগঠনগুলি– এদিন সাংবাদিকদের সঙ্গে বৈঠকক করতে গিয়ে সঞ্জয় রাউত বলেন– তাঁর দল উত্তরপ্রদেশে ৮০ থেকে ১০০টি আসনে তাদের প্রার্থী দেবে। উত্তরপ্রদেশে বিধানসভার মোট আসা হল ৪০৩। গোয়ায় শিবসেনা ৪০টি আসন বিশিষ্ট বিধানসভায় প্রার্থী দেবে ২০টি আসনে।

তিনি আরও বলেন– কৃষক সংগঠনগুলি তার দলকে সমর্থন জানাবে উত্তরপ্রদেশে– গোয়ায় আঞ্চলিক দল এমভিএ’র সঙ্গে জোট গঠন নিয়ে আলোচনা চলছে। শিবসেনা নেতা দাবি করেন উক্ত দুটি রাজ্যেই শিবসেনার প্রচুর কর্মী রয়েছে এবং তাঁরা অতীতেও জয়-পরাজয় নির্বিশেষে দুটি রাজ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রসঙ্গত ২০১৯ সালের মহারাষ্ট্রে  বিধানসভা নির্বাচনের পরে শিবসেনা তাদের বহুদিনের জোটশরিক বিজেপির সঙ্গ পরিত্যাগ করেছিল। তারপর কংগ্রেস এবং এনসিপির সঙ্গে জোট করে এখন মহারাষ্ট্রে সরকার চালাচ্ছে শিবসেনা। গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানির ইস্তফা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সঞ্জয় বলেন–  এটি বিজেপির আভ্যন্তরীণ বিষয়– তাই এই নিয়ে মন্তব্য করা ঠিক নয়। শেষ বিধানসভা নির্বাচনে গুজরাতে কোনওক্রমে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি সেখানে সরকার গড়তে সক্ষম হয়েছিল। মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বলতে গিয়ে সঞ্জয় রাউত বলেন থাকরের জাতীয় স্তরের নেতা হওয়ার যোগ্যতা আছে। তিনি আসলে জাতীয় স্তরের নেতাই বলে মন্তব্য করেন সঞ্জয় রাউত।

আরও পড়ুন: দলিত যুবককে মন্দিরে ঢুকতে বাঁধা, চলল মারধর-শারীরিক নির্যাতন

আরও পড়ুন: ফের সোনম কাণ্ডের ছায়া, যোগী রাজ্যে প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীর মুন্ডুচ্ছেদ করলেন স্ত্রী

আরও পড়ুন: হিন্দুত্ববাদীদের হুমকি, মসজিদকে ভেঙে ফেললেন খোদ মুসলিমরাই