০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
হরিদেবপুরে শ্যুটআউট! পরকীয়া সম্পর্কেই কি গুলি চালাল প্রেমিক? তদন্তে পুলিশ
কিবরিয়া আনসারি
- আপডেট : ৩ নভেম্বর ২০২৫, সোমবার
- / 80
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার সকালে চাঞ্চল্যকর শ্যুটআউট হরিদেবপুরে। সকালে মর্নিং ওয়াকে বেরিয়ে গুলিবিদ্ধ হলেন মৌসুমি হালদার (৩৮)। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক ব্যক্তি বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় মৌসুমিকে ভর্তি করা হয়েছে সরকারি হাসপাতালে।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তের সঙ্গে মৌসুমির দীর্ঘদিনের সম্পর্ক ছিল। প্রায় তিন বছর আগে তারা বিয়ে করেন, কিন্তু সম্প্রতি সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। রবিবার রাতেই দু’জনের মধ্যে তীব্র অশান্তি হয়। সোমবার সকালে মৌসুমিকে লক্ষ্য করে গুলি চালানোর পর অভিযুক্ত ফেরার। পুলিশ পরকীয়া সম্পর্কজনিত কারণে ঘটনাটি ঘটেছে বলে অনুমান করছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

































