শিলিগুড়ি-সিকিম ১০ নম্বর জাতীয় সড়ক বন্ধ

- আপডেট : ২ অগাস্ট ২০২৫, শনিবার
- / 27
পুবের কলম ওয়েবডেস্ক: প্রবল বৃষ্টির কারণে ধস নেমেছে সিকিম থেকে শিলিগুড়ি যাওয়ার ১০নং জাতীয় সড়কে।ফলে বন্ধ হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা । একাধিক জায়গায় ধস নামায় শনিবার সকাল থেকে সড়ক পরিবহন পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
ফলে যাত্রীরা প্রবল সমস্যার মধ্যে পড়েছেন। যাত্রীদের সুবিধার কথা ভেবে কালিম্পং থেকে শিলিগুড়ির রাস্তা খোলা রাখা হয়েছে। সূত্রের খবর, বৃষ্টির পরিমাণ কমলেও ধস নামা কিন্তু কমেনি। বিভিন্ন জায়গায় ধস নামায় রাস্তায় মাটি, গাছ, পাথর ইত্যাদি পড়ে থাকায় সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। একাধিক ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে।
পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে আপাতত সিকিম যাত্রা এড়িয়ে চলার কথা বলা হয়েছে। এখনি বলা যাচ্ছে না কবে এই পরিস্থিতি ঠিক হবে। তবে, প্রশাসনের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব এই প্রতিকূল পরিস্থিতি নিয়ন্ত্রণ করার সবরকম চেষ্টা চালানো হচ্ছে।
এর মধ্যেই তিস্তা নদীর উদ্বেগ। প্রবল বর্ষায় ফুলে ফেঁপে উঠছে রীতিমত। প্রশাসন আধিকারিক সূত্রে খবর, তিস্তার গতিবিধির ওপর সম্পূর্ণ নজর রাখা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক মেরামতির কাজও শুরু করে দেওয়া হয়েছে।