১০ নভেম্বর ২০২৫, সোমবার, ২৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
জেল খাটবেন তবুও দেশ থেকে বেরবেন না: এসআইআর আবহে কড়া হুঁশিয়ারি অনুব্রতর
কিবরিয়া আনসারি
- আপডেট : ১০ নভেম্বর ২০২৫, সোমবার
- / 63
পুবের কলম, ওয়েবডেস্ক: জেল খাটবেন তবুও দেশ থেকে বেরবেন না, এসআইআর আবহে কড়া হুঁশিয়ারি দিলেন বীরভূমের তাবড় তৃণমূল নেতা অনুব্রত মন্ডল। এদিন তিনি সাফ বলেছেন, “ওতই সহজ না, তোমরা আমাদের দেশ থেকে তাড়িয়ে দেবে। আমরা রুখে দাঁড়াব, ভয় পাই না, পাবও না।”
রবিবার বীরভূমের লাভপুর বিধানসভার অন্তর্গত দারকা অঞ্চলে আয়োজিত তৃণমূলের সভায় যোগ দিয়েছিলেন বীরভূম জেলার কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মন্ডল। এসআইআর নিয়ে সুর চড়িয়ে বলেন, “১৯৫২ সালে যখন প্রথম ভোটার তালিকা তৈরি হয়, তখন তাতে আমার দাদুর নাম ছিল। কিন্তু তারপরেও আমাদের ভোটার তালিকার জন্য ফর্ম ফিল-আপ করতে হবে। আমরা ফর্ম ফিল-আপ করব।”















































