নিম্নচাপে জেরবার দক্ষিণবঙ্গ

- আপডেট : ২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার
- / 21
পুবের কলম ওয়েবডেস্ক : নিম্নচাপে আবারও জেরবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ। নিম্নচাপের হাত থেকে রেহাই মিলছে না কিছুতেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ওপর আই নিম্নচাপের প্রভাব সরাসরি না পড়লেও বঙ্গোপসাগর থেকে কিন্তু জলীয় বাষ্প এখনও বাংলায় ঢুকছে। ফলে বাংলা এখনই বৃষ্টির হাত থেকে রেহাই পাচ্ছে না।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। দক্ষিণ ২৪ পরগনা জেলায় শনিবার ও রবিবার ভারী বৃষ্টির জন্য আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। শুধুমাত্র রবিবার পূর্ব মেদিনীপুর জেলার জন্য সতর্কতা জারি করা হয়েছে।
সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোয় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তাই মৎস্যজীবীদের সমুদ্রের আশেপাশে না যাওয়ার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে উত্তরবঙ্গে এখনও ভারী বৃষ্টি জারি থাকল। তাই আগাম সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
আগামী শনিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রবল বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী দুই থেকে তিনদিন দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।