পুলিশ হেফাজতে মেয়াদ বাড়ল চরবৃত্তিতে অভিযুক্ত জ্যোতি মালহোত্রার

- আপডেট : ২২ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 39
পুবের কলম, ওয়েবডেস্ক: পুলিশ হেফাজতে জ্যোতি মালহোত্রার মেয়াদ বাড়ল। মেয়াদ বাড়াল হরিয়ানার নিম্ন আদালত। চরবৃত্তির অভিযোগ গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে সেনাবাহিনীর সম্পর্কে গোপন তথ্য রয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ। তবে তদন্তকারীদের অনুমান, জ্যোতির সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে। তাই তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার হিসার পুলিশ রিমান্ডের আবেদন জানায়। সেই মতো আরও ৪দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
২০২৩ সালে, ভারতে পাক দূতাবাস কর্মী এহসান উর রহিম ওরফে দানিশের সঙ্গে জ্যোতির আলাপ। ক্রমে ঘনিষ্ঠতা। এই দানিশকে ইতিমধ্যেই পাক দূতাবাসে থেকে বের করে দিয়েছে নয়াদিল্লি। তাকে ‘পার্সোনা নন গ্রাটা’ অর্থাৎ অবাঞ্ছিত ব্যক্তি বলে বিতাড়িত করেছে ভারত সরকার।
দানিশ সম্পর্কে তদন্ত করতে গিয়েই প্রথমে জ্যোতির নাম পান তদন্তকারীরা। এই দানিশেরই ‘বিশেষ আমন্ত্রণে’ গত বছর পাক দূতাবাসে ইফতার পার্টিতে যায় জ্যোতি। পুরো বিষয়টির ভিডিও করে সে। সেই ভিডিওটি দেখেই সন্দেহ হয় গোয়েন্দাদের। এছাড়াও সম্প্রতি সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হরিয়ানার জ্যোতি-সহ আরও ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে তাদের পাক যোগের একাধিক তথ্য তদন্তকারীদের হাতে এসেছে।