১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গারহাট হাইস্কুলের ছাত্রী সৃজিতা বসাক রাজ‍্যে চতুর্থ

নাজমুল সর্দার, কুমারগঞ্জ:- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ডাঙ্গারহাট হাইস্কুলের ছাত্রী সৃজিতা বসাক মেধা তালিকায় রাজ‍্যে চতুর্থ হয়ে সবাইকে তাকিয়ে লাগে দিয়েছে। সৃজিতা বসাক বলেন, আমি দিনে ১০-১২ ঘন্টা লেখা পড়াশোনা করতাম। আমি খুবই নার্ভাস ফিল করছি। আমি যে রাজ‍্যে মেধা তালিকায় চতুর্থ হব ভাবতেই পারিনি। এই খবর শুনে খুবই ভালো লাগছে। আমি মাত্র ১ টা টিউশন নিয়েছিলাম, আলাদাভাবে কোনও কোচিং কিংবা টিউশন নিইনি, শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষক  আমাকে ইংরেজিতে সাহায্য করতো। সে আরো জানায়, আমি ভূগোল লিয়ে পড়াশোনা করতে চাই,আর ভবিষ্যতে আমি সমাজকর্মী হতে চাই।

সেইসঙ্গে আরও জানা গেছে যে,  সৃজিতা বসাকের বাবার নাম- সুজিত বসাক, মায়ের নাম- সোমা বসাক,বাবা পেশায় টোটো চালক। খুবই হতদরিদ্র পরিবার, পরিবারের আর্থিকঅবস্থাও খুব একটা ভালো না। সৃজিতা বসাকের বাবা, সুজিত বসাক জানান, আমি টোটো চালিয়ে আমার মেয়েকে কষ্টে লেখাপড়া করিয়েছি। তো মেয়ের এই সাফল্যে আমি খুবই খুবি। আমি চাই মেয়ে জীবনে আরও এগিয়ে যাক এবং প্রতিষ্ঠিত হোক।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দক্ষিণ দিনাজপুর জেলার ডাঙ্গারহাট হাইস্কুলের ছাত্রী সৃজিতা বসাক রাজ‍্যে চতুর্থ

আপডেট : ২৪ মে ২০২৩, বুধবার

নাজমুল সর্দার, কুমারগঞ্জ:- দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের অন্তর্গত ডাঙ্গারহাট হাইস্কুলের ছাত্রী সৃজিতা বসাক মেধা তালিকায় রাজ‍্যে চতুর্থ হয়ে সবাইকে তাকিয়ে লাগে দিয়েছে। সৃজিতা বসাক বলেন, আমি দিনে ১০-১২ ঘন্টা লেখা পড়াশোনা করতাম। আমি খুবই নার্ভাস ফিল করছি। আমি যে রাজ‍্যে মেধা তালিকায় চতুর্থ হব ভাবতেই পারিনি। এই খবর শুনে খুবই ভালো লাগছে। আমি মাত্র ১ টা টিউশন নিয়েছিলাম, আলাদাভাবে কোনও কোচিং কিংবা টিউশন নিইনি, শুধুমাত্র স্কুলের প্রধান শিক্ষক  আমাকে ইংরেজিতে সাহায্য করতো। সে আরো জানায়, আমি ভূগোল লিয়ে পড়াশোনা করতে চাই,আর ভবিষ্যতে আমি সমাজকর্মী হতে চাই।

সেইসঙ্গে আরও জানা গেছে যে,  সৃজিতা বসাকের বাবার নাম- সুজিত বসাক, মায়ের নাম- সোমা বসাক,বাবা পেশায় টোটো চালক। খুবই হতদরিদ্র পরিবার, পরিবারের আর্থিকঅবস্থাও খুব একটা ভালো না। সৃজিতা বসাকের বাবা, সুজিত বসাক জানান, আমি টোটো চালিয়ে আমার মেয়েকে কষ্টে লেখাপড়া করিয়েছি। তো মেয়ের এই সাফল্যে আমি খুবই খুবি। আমি চাই মেয়ে জীবনে আরও এগিয়ে যাক এবং প্রতিষ্ঠিত হোক।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু