ফর্ম সংশোধনে ওবিসি গাইডলাইন এসএসসি’র

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 95
পুবের কলম প্রতিবেদক : পরীক্ষার্থীদের ওবিসি সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করল এসএসসি। বুধবার এক গাইডলাইনে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, ওবিসিপ্রার্থীদের মধ্যে যাদের এখনও সার্টিফিকেট নেই, তাদের ক্ষেত্রে কারও’র যদি পুরাতন সার্টিফিকেট থাকে, তাহলে পুরাতন নম্বর লিখতে হবে এবং রিনুয়ালের জন্য আবেদন করতে হবে।
যাদের এখনও সার্টিফিকেট নেই, বা এখনও পাননি, তাঁরা যেন অপশনটি ফাঁকা রাখেন। কারণ লিখিত পরীক্ষার ফল প্রকাশের পরই নিয়োগ প্রক্রিয়ার সময় সমস্ত তথ্য যাচাই করা হবে।এটি স্পষ্ট করা হচ্ছে যে লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই বিভাগের বিবরণের প্রকৃত, শারীরিক যাচাই করা হবে। কমিশন জানিয়েছে, যেহেতু ওবিসি প্রক্রিয়া আদালতে বিচারাধীন। তাই আদালতের নির্দেশের উপর নির্ভর করবে।