০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বকেয়া ডিএ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের হাইকোর্টে রাজ্য

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার
  • / 139

পুবের কলম প্রতিবেদক:  বকেয়া মহার্ঘ ভাতা অথবা ডিএ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হল রাজ্য সরকার।

উল্লেখ্য,  গত মে মাসে তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ডিএ মেটানোর আর্জি জানিয়ে শুক্রবার এই মামলা পুনর্বিবেচনার জন্য হলফনামা (রিভিউ পিটিশন) দাখিল করেছে রাজ্য। আগামী সপ্তাহে মামলাটি এই ডিভিশন বেঞ্চেই উঠতে পারে।

আরও পড়ুন: ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে, এই দাবিতে দীর্ঘ দিন আইনি লড়াই লড়ছেন রাজ্যের সরকারি কর্মীরা। গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে।

আরও পড়ুন: ডিএ নিয়ে আরও ৬ মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের 

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ ২০১৬ সালে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।

আরও পড়ুন: বর্ধিত মহার্ঘভাতা দেওয়ার জন্য সব দফতরের কাছে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের তালিকা চাইল অর্থ দফতর  

এদিকে, কেন্দ্র সরকার বিভিন্ন খাতে বরাদ্দ করছে না বলে একাধিকবার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার ডিএ দেওয়ার পক্ষেও একাধিকবার সওয়াল করেছে।

সরকারি কর্মচারীদের আশা, রাজ্য সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে। আদালতের জটিলতা কাটলেই সরকারি কর্মচারিরা ডিএ পাবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য।  ৩৪ শতাংশ হারে যদি বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে খরচ হবে ২৩ হাজার কোটি টাকা। এই বিপুল অর্থের জোগান এই মুহূর্তে নেই বলে খবর নবান্ন সূত্রে।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বকেয়া ডিএ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের হাইকোর্টে রাজ্য

আপডেট : ১২ অগাস্ট ২০২২, শুক্রবার

পুবের কলম প্রতিবেদক:  বকেয়া মহার্ঘ ভাতা অথবা ডিএ পুনর্বিবেচনার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে ফের দ্বারস্থ হল রাজ্য সরকার।

উল্লেখ্য,  গত মে মাসে তিন মাসের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ডিএ মেটানোর আর্জি জানিয়ে শুক্রবার এই মামলা পুনর্বিবেচনার জন্য হলফনামা (রিভিউ পিটিশন) দাখিল করেছে রাজ্য। আগামী সপ্তাহে মামলাটি এই ডিভিশন বেঞ্চেই উঠতে পারে।

আরও পড়ুন: ডিএ মামলার শুনানি পিছিয়ে গেল

কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (ডিএ) দিতে হবে, এই দাবিতে দীর্ঘ দিন আইনি লড়াই লড়ছেন রাজ্যের সরকারি কর্মীরা। গত ২০ মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটাতে হবে রাজ্যকে।

আরও পড়ুন: ডিএ নিয়ে আরও ৬ মাসের সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন রাজ্যের 

পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (স্যাট)-এ ২০১৬ সালে মামলা করে কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এমপ্লয়িজ। কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান।

আরও পড়ুন: বর্ধিত মহার্ঘভাতা দেওয়ার জন্য সব দফতরের কাছে সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের তালিকা চাইল অর্থ দফতর  

এদিকে, কেন্দ্র সরকার বিভিন্ন খাতে বরাদ্দ করছে না বলে একাধিকবার অভিযোগ তুলেছে রাজ্য সরকার। তবে রাজ্য সরকার ডিএ দেওয়ার পক্ষেও একাধিকবার সওয়াল করেছে।

সরকারি কর্মচারীদের আশা, রাজ্য সরকার ইতিবাচক ভূমিকা নিচ্ছে। আদালতের জটিলতা কাটলেই সরকারি কর্মচারিরা ডিএ পাবেন বলে আশা প্রকাশ করেছেন তাঁরা।

সরকারি কর্মীদের বকেয়া ডিএ মেটানো নিয়ে আইনি পরামর্শ নিচ্ছে রাজ্য।  ৩৪ শতাংশ হারে যদি বকেয়া ডিএ মেটাতে হয়, তাহলে খরচ হবে ২৩ হাজার কোটি টাকা। এই বিপুল অর্থের জোগান এই মুহূর্তে নেই বলে খবর নবান্ন সূত্রে।