পূর্ব বর্ধমানে বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, গাড়িতে ভাঙচুর ও হামলার অভিযোগ

- আপডেট : ৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার
- / 65
পুবের কলম ওয়েবডেস্ক: পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তীব্র রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হল। নিজের বিধানসভা কেন্দ্রেই আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। বৃহস্পতিবার উক্ত এলাকায় পৌঁছনোর পর তাঁকে ঘিরে একের পর এক বিক্ষোভ দেখান একদল তৃণমূল কর্মী। ঘটনা গড়ায় সহিংসতায়। মন্ত্রীর কনভয় ঘিরে চলে ইট-বৃষ্টি ও লাঠি-রড দিয়ে হামলা। মন্ত্রীর গাড়িসহ পাঁচটি গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
সিদ্দিকুল্লার অভিযোগ, এই হামলার নেপথ্যে রয়েছেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমদ হোসেন শেখ। তাঁর দাবি, আহমদের মদতেই অনুগামীরা তাঁর উপর হামলা চালিয়েছেন। মন্ত্রীর কথায়, ‘‘আমাকে খুনের চেষ্টা করা হয়েছে। আমার গাড়িতে থাকা ছ’জন জখম হয়েছেন, আমিও হাতে চোট পেয়েছি।’’
এদিকে, ঘটনাস্থলে একাধিক জায়গায় উঠে আসে ‘গো ব্যাক’ স্লোগান। বিক্ষোভকারীরা হাতে ঝাঁটা, কালো পতাকা নিয়ে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁকে ‘চিটিংবাজ’ এবং ‘ধাপ্পাবাজ’ বলেও কটাক্ষ করা হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লা চৌধুরী গত চার বছর ধরে এলাকায় কোনও উন্নয়নের কাজ করেননি। রাস্তাঘাট, পানীয় জল ও স্বাস্থ্য পরিষেবার তীব্র অভাব রয়েছে বলে অভিযোগ তাঁদের। এক বিক্ষোভকারী বলেন, ‘‘একুশে জুলাইয়ের সভা আয়োজনের আগে এলাকার সমস্যাগুলি দূর করাই ছিল দায়িত্ব। কিন্তু তা না করে রাজনৈতিক প্রচারে ব্যস্ত হয়েছেন মন্ত্রী।’’
তবে এই ঘটনার পাল্টা প্রতিক্রিয়ায় সিদ্দিকুল্লা বলেন, ‘‘বিক্ষোভকারীরা কেউই স্থানীয় নন। তাঁদের ভাড়া করে আনা হয়েছে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা চালানোর জন্য।’’
এই ঘটনায় এখনও পর্যন্ত আহমদ হোসেন শেখের কোনও মন্তব্য মেলেনি। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে।
পূর্ব বর্ধমান মন্ত্রী হামলা কাণ্ড নিয়ে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে। একুশে জুলাইয়ের আগে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরে উত্তেজনা বাড়ছে বলেই মনে করা হচ্ছে।