১২ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাথর ছোড়া হয় বিহারে, বাংলাকে বদনাম কেন? রেলের তথ্যেই ‘বন্দে ভারত’ রাজনীতির দফারফা করলেন মমতা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার
  • / 74

পুবের কলম প্রতিবেদকঃ বন্দে ভারত নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,  হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে ঢিল পড়ার ঘটনা ঘটেছে বিহারের মধ্যে। এ দিন এ নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার সময় হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বন্দে ভারত নিয়ে বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তার কারণে বাংলাকে বদনাম করা হচ্ছে কেন। তিনি বলেন, গণতন্ত্রে যেকোনও কিছু নিয়ে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তার কারণে তো বিহারের মানুষকে অপমান করা যায় না। এ দিন কার্যত বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে দাবিকে সঙ্গত আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি মনে করি বন্দে ভারতের মতো ট্রেন তাদেরও পাওয়ার অধিকার আছে। আজ সেখানে বিজেপি ক্ষমতায় নেই বলে কেন বিহারের মানুষ এই ট্রেন পাবে না?

 

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিয়েছেন, বন্দে ভারত মানে নতুন কিছু নয়। একটা পুরনো ট্রেনকে ইঞ্জিন ছাড়া সবই রং করে নতুন করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, অনেক পুরনো ট্রেন বাংলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি এও জানিয়েছেন, আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে ১০০টা করে নতুন ট্রেন দেওয়া হত। এই ১১ বছরে বন্দে ভারত ছাড়া একটিও নতুন ট্রেন দেওয়া হয়নি।

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

 

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

অন্য রাজ্য এই কাজ করলেও বাংলার মানুষকে বদনাম করতে প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, যারা বাংলাকে বদনাম করতে চাইছে আমি তাদেরকে নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, যারা মিথ্যা ফেক নিউজ প্রচার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন এই বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ছিল। বিশেষ করে এ রাজ্যের বিজেপি নেতারা বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনায় রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছিল। এ দিন এ নিয়ে প্রথমবার মুখ খুলে বিজেপির বিরুদ্ধেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পাথর ছোড়া হয় বিহারে, বাংলাকে বদনাম কেন? রেলের তথ্যেই ‘বন্দে ভারত’ রাজনীতির দফারফা করলেন মমতা

আপডেট : ৬ জানুয়ারী ২০২৩, শুক্রবার

পুবের কলম প্রতিবেদকঃ বন্দে ভারত নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই রেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে,  হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারতে ঢিল পড়ার ঘটনা ঘটেছে বিহারের মধ্যে। এ দিন এ নিয়েই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগর থেকে কলকাতায় ফেরার সময় হেলিপ্যাডে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বন্দে ভারত নিয়ে বিহারের মানুষের ক্ষোভ থাকতেই পারে। কিন্তু তার কারণে বাংলাকে বদনাম করা হচ্ছে কেন। তিনি বলেন, গণতন্ত্রে যেকোনও কিছু নিয়ে মানুষের ক্ষোভ থাকতেই পারে। তার কারণে তো বিহারের মানুষকে অপমান করা যায় না। এ দিন কার্যত বিহারের মানুষের বন্দে ভারত নিয়ে দাবিকে সঙ্গত আখ্যা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, আমি মনে করি বন্দে ভারতের মতো ট্রেন তাদেরও পাওয়ার অধিকার আছে। আজ সেখানে বিজেপি ক্ষমতায় নেই বলে কেন বিহারের মানুষ এই ট্রেন পাবে না?

 

আরও পড়ুন: চুরির দায়ে চার বালককে মারধর, হাতে দড়ি পরিয়ে ঘোরানো হল গ্রাম

এ দিন মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় এ কথা জানিয়ে দিয়েছেন, বন্দে ভারত মানে নতুন কিছু নয়। একটা পুরনো ট্রেনকে ইঞ্জিন ছাড়া সবই রং করে নতুন করে দেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, অনেক পুরনো ট্রেন বাংলা থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। পাশাপাশি এও জানিয়েছেন, আমি রেলমন্ত্রী থাকাকালীন বছরে ১০০টা করে নতুন ট্রেন দেওয়া হত। এই ১১ বছরে বন্দে ভারত ছাড়া একটিও নতুন ট্রেন দেওয়া হয়নি।

আরও পড়ুন: বিহারের পূর্ণিয়ায় ডাইনি অপবাদে পুড়িয়ে হত্যা, প্রাণ গেল এক পরিবারের ৫ সদস্যের

 

আরও পড়ুন: ‘ভোটবন্দি’! বিহার ভোটের আগে নির্বাচন কমিশনের পদক্ষেপকে তীব্র আক্রমণ বিরোধীদের

অন্য রাজ্য এই কাজ করলেও বাংলার মানুষকে বদনাম করতে প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তিনি এও বলেন, যারা বাংলাকে বদনাম করতে চাইছে আমি তাদেরকে নিন্দা জানাচ্ছি। একইসঙ্গে তিনি এও জানিয়ে দিয়েছেন, যারা মিথ্যা ফেক নিউজ প্রচার করছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, গত কয়েকদিন এই বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল ছিল। বিশেষ করে এ রাজ্যের বিজেপি নেতারা বন্দে ভারত এক্সপ্রেসের উপর হামলার ঘটনায় রাজ্যের শাসকদলকে কাঠগড়ায় তুলেছিল। এ দিন এ নিয়ে প্রথমবার মুখ খুলে বিজেপির বিরুদ্ধেই সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়।