উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা ক্যাম্পের কর্মসূচিতে ভিড় চোখে পড়ার মতন জয়নগরে।রাজ্যের সমস্ত বুথের মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতীতের তিন বিধানসভা নির্বাচনে গ্রামবাংলা থেকে ভরপুর ভালোবাসা পেয়েছেন তিনি।
২০২৬-এর বিধানসভা ভোটের আগে এই পদক্ষেপ মমতার ‘মাস্টারস্ট্রোক’ বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের। কারণ এই প্রকল্পের মাধ্যমে এক দিকে যেমন স্থানীয় সমস্যাগুলির সমাধান সম্ভব, অন্য দিকে রাজনৈতিক ভাবে তৃণমূল কংগ্রেস ও প্রকল্পের কথা সামনে রেখে তৃণমূল স্তরে গিয়ে জন সংযোগ করতে পারবে। যার ফল দেখা যেতে পারে ভোটবাক্সে। আর এই কর্মসূচিতে মঙ্গলবার বেলায় দ: ২৪ পরগনা জেলার জয়নগর দুই নম্বর ব্লকের ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা ক্যাম্পের কর্মসূচি পালন করা হয় নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের ইন্দিরা কমিউনিটি হলে।
এদিনের আমাদের পাড়া আমাদের সমাধানের মেগা শিবিরে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ,বারুইপুর মহকুমাশাসক চিত্রদীপ সেন, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর দুই নম্বর ব্লকের বিডিও মনোজিত বসু, জয়েন্ট বিডিও কৌশিক সাহা, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক, জয়নগর দু নম্বর ব্লকের আই ডি ও শ্রেয়া বর্গী, জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রিয়াঙ্কা মন্ডল, জয়নগর দুই নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষাকর্মাধ্যক্ষ কর্ণকান্তি হালদার, মৎস্য কর্মাধ্যক্ষ সুব্রত মন্ডল, বন ভূমির কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা, ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের প্রধান রীনা মন্ডল, উপপ্রধান সুকান্ত সরদার, গোবিন্দ বিশ্বাস,বিধান হালদার সহ আরো অনেকে।
এদিন ফুটিগোদা গ্রাম পঞ্চায়েতের ২২১,২৩২ ও ২৩৩ নং বুথের মানুষের সমস্যা লিপিবদ্ধ করা হয় এই শিবিরের মধ্যে দিয়ে।এদিন মহকুমাশাসক চিত্রদীপ সেন ও বিধায়ক বিশ্বনাথ দাস এই শিবিরের গুরুত্ব তুলে ধরলেন।
































