১৩ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের এফআইআর নিতে দিল্লি পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের

পুবের কলম ওয়েব ডেস্ক : ভারতের একাধিক তারকা কুস্তিগির কয়েক’মাস আগেই যৌন হেনস্তার  অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে।এবার সেটারই বিরুদ্ধে আরও বেশি সরব হতে দেখা গেল দেশকে পদক এনে দেওয়া কুস্তিগীরদের।

এতদিন এ ব্যাপারে তারা প্রশাসনের কাছ থেকে কোনও সাহায্য না পেলেও, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে অক্সিজেন পেলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা।আগেই শীর্ষ আদালতের কাছে তারা আবেদন করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে যাতে এফআইআর নেওয়া হয়। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহকে যেন গ্রেফতার করা হয়। এবার সেই পথে হেঁটে সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে দ্রুত  বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে এফআইআর নেওয়ার নির্দেশ দিল।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছে। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে তারা নিজেদের রিপোর্ট জমা দিয়েছে। তবে সরকার সেই এখনও রিপোর্ট প্রকাশ্যে আনেনি। ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়ে আবারও দিল্লির যন্তর মন্তরে আবার ধর্নায় বসেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমনওয়েলথ পদকজয়ী বিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির। শুরুতেই শীর্ষ আদালতে এই মামলার এফআইআর-এর কপি দেখতে চান। সেটা না থাকায় ক্ষুব্ধ বিচারপতি কুস্তিগিরদের মামলাটি  দ্রুত গ্রহণ করে  নোটিস দিয়েছে দিল্লি পুলিশকে।

আরও পড়ুন: খালিদ-শরজিলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানান, ‘এই বিষয়টি অত্যন্ত গুরুতর। যাঁরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তারাই যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। এই বিষয়টি আদালত গুরুত্ব দিয়েই দেখবে।’ একই সঙ্গে আগামী শুক্রবার, এই মামলার শুনানি হবে বলেও জানা গিয়েছে সুপ্রিম কোর্টের তরফে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

মানসিক অবসাদ থেকে চরম সিদ্ধান্ত, উত্তরপ্রদেশে ১১ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা যুবকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ব্রিজভূষণের বিরুদ্ধে কুস্তিগিরদের এফআইআর নিতে দিল্লি পুলিশকে নির্দেশ সুপ্রিম কোর্টের

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, মঙ্গলবার

পুবের কলম ওয়েব ডেস্ক : ভারতের একাধিক তারকা কুস্তিগির কয়েক’মাস আগেই যৌন হেনস্তার  অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে।এবার সেটারই বিরুদ্ধে আরও বেশি সরব হতে দেখা গেল দেশকে পদক এনে দেওয়া কুস্তিগীরদের।

এতদিন এ ব্যাপারে তারা প্রশাসনের কাছ থেকে কোনও সাহায্য না পেলেও, এবার সুপ্রিম কোর্টের নির্দেশে অক্সিজেন পেলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটরা।আগেই শীর্ষ আদালতের কাছে তারা আবেদন করেছিলেন ব্রিজভূষণের বিরুদ্ধে যাতে এফআইআর নেওয়া হয়। জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহকে যেন গ্রেফতার করা হয়। এবার সেই পথে হেঁটে সুপ্রিম কোর্ট দিল্লি পুলিশকে দ্রুত  বিজেপি সাংসদ তথা কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংহের বিরুদ্ধে এফআইআর নেওয়ার নির্দেশ দিল।

আরও পড়ুন: মুরগি-ছাগলের জীবনের কি হবে? পথকুকুর সংক্রান্ত মামলায় বিস্ময় প্রকাশ সুপ্রিম কোর্টের

বক্সার মেরি কমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগের তদন্ত করেছে। চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে তারা নিজেদের রিপোর্ট জমা দিয়েছে। তবে সরকার সেই এখনও রিপোর্ট প্রকাশ্যে আনেনি। ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্ট প্রকাশ্যে আনার দাবি জানিয়ে আবারও দিল্লির যন্তর মন্তরে আবার ধর্নায় বসেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগির।

আরও পড়ুন: কমিশনের সংশোধনী প্রক্রিয়ায় একাধিক ভুল, এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের তৃণমূলের

ব্রিজভূষণের গ্রেফতারের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন কমনওয়েলথ পদকজয়ী বিনেশ ফোগাট-সহ সাত মহিলা কুস্তিগির। শুরুতেই শীর্ষ আদালতে এই মামলার এফআইআর-এর কপি দেখতে চান। সেটা না থাকায় ক্ষুব্ধ বিচারপতি কুস্তিগিরদের মামলাটি  দ্রুত গ্রহণ করে  নোটিস দিয়েছে দিল্লি পুলিশকে।

আরও পড়ুন: খালিদ-শরজিলের জামিনের আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ জানান, ‘এই বিষয়টি অত্যন্ত গুরুতর। যাঁরা আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছেন, তারাই যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। এই বিষয়টি আদালত গুরুত্ব দিয়েই দেখবে।’ একই সঙ্গে আগামী শুক্রবার, এই মামলার শুনানি হবে বলেও জানা গিয়েছে সুপ্রিম কোর্টের তরফে।