২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে
আইভি আদক, হাওড়া: হাওড়ার রানীহাটিতে মাছ বাজারে বিধ্বংসী আগুন। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে ১৬ নং জাতীয় সড়কের পাশে রানিহাটির অস্থায়ী

কলকাতার মাছের আড়তে কাজ করতে গিয়ে প্রতারণার শিকার মহিলা শ্রমিকরা
পুবের কলম প্রতিবেদক, বসিরহাট: করোনায় কাজ হারিয়েছে স্বামীরা। তাই নিজেরাই কাজের সন্ধানে বেরিয়ে মাছের আড়তে কাজ জুটিয়েছিল নাজমা খাতুন, হালিমা বিবিরা। কিন্তু দীর্ঘদিন কাজ করে পারিশ্রমিক পায় নি তারা, এমনই অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।সেইসব মহিলা শ্রমিকদের লক্ষ টাকার বেশি মজুরি না দিয়ে আত্মসাতের অভিযোগ উঠল এক ঠিকাদারের বিরুদ্ধে। কলকাতার চিংড়িঘাটায় অবস্থিত একটি মৎস্য আড়তে কাজ করতে যেত হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের নজরুল নগর গ্রামের বাসিন্দা প্রায় ৪০ জন মহিলা শ্রমিক। সেখানে চিংড়ি মাছের প্রসেসিং করতে হত তাদের। মহিলা শ্রমিক নাজমা খাতুন এর অভিযোগ, পুজোর আগে থেকে তাদের বেতন বন্ধ করে দেয় অভিযুক্ত ঠিকাদার সঞ্জীববাবু। টাকা চাইতে গেলে মহিলা শ্রমিকদের রীতিমতো অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দেয় বলে অভিযোগ। টাকা না দেওয়ার কথা জানায় ওই ঠিকাদার। অন্যান্য মহিলা শ্রমিকরা নাজমা খাতুনকে সঙ্গে নিয়ে হাড়োয়া থানার পুলিশের দ্বারস্থ হয়েছে।