০৬ অগাস্ট ২০২৫, বুধবার, ২১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

জয়গার উন্নয়নে রাজ্য দিল ১২ কোটি
শুভজিৎ দেবনাথ, জয়গা: আলিপুরদুয়ার জেলার জয়গা-ইন্দো-ভুটান সীমান্ত শহর এবং এর আশেপাশে উন্নয়নের জন্য রাজ্য নগরোন্নয়ন বিভাগ থেকে জয়গা উন্নয়ন কর্তৃপক্ষকে বারো কোটি টাকা দেওয়া হয়েছে। জয়গায়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই কথা জানিয়েছেন জয়গা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান গঙ্গা প্রসাদ শর্মা। তিনি বলেন, জয়গার রাস্তা ও ড্রেনের সমস্যা নিয়ে বারবার সরব হয়েছেন সাধারণ মানুষ। এখানকার নানাবিধ পরিষেবা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছেন অনেকেই। এই সমস্যা সমাধানে জেডিএর প্রথম পদক্ষেপ। তিনি দাবি করেন, জেডিএ এলাকা প্রায় দুই বছর ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। তবে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জেডিএ অঞ্চলের উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। গঙ্গা প্রসাদ শর্মাও দাবি করেছেন যে রাজ্যের নগর উন্নয়ন দফতর থেকে জেডিএর জন্য বারো কোটি টাকা অনুদান এসেছে। কাজ শেষ হলে জয়গার মানুষ একটি নতুন জয়গা উদ্ভাবন করতে পারবে।