২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

ইন্দো-বাংলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ, প্রতিবাদ বিভিন্নমহলে
মুহাম্মদ মুস্তাক আলি, জঙ্গিপুরঃ সীমান্তে বিএসএফ -এর নজরদারি ১৫ কিমি থেকে বাড়িয়ে ৫০ কিমি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বিল

রাজ্যের মন্ত্রী ও বিধায়কের উপরে হামলা, নিন্দা
পুবের কলম প্রতিবেদক, জঙ্গিপুর: রাজ্যের অন্যতম মন্ত্রী সুব্রত শাহা এবং বড়োঞার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার উপরে দুষ্কৃতীদের হামলার নিন্দায় সরব হলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ খলিলুর রহমান। একই ভাবে তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্য তৃণমুল সহ-সভাপতি মুহাম্মদ আলি, রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মুহাম্মদ আখরুজ্জামান, ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সাওনি সিংহ রায় প্রমুখ তৃণমূল নেতৃত্ব। উল্লেখ্য, বুধবার সাগরদিঘীর বিধায়ক তথা মন্ত্রী সুব্রত সাহা বড়োঞাতে একটি শোকসন্তুস্ত্র পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে যান। মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বড়োঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। সূত্রের খবর শোকসন্তস্ত্র পরিবারের সদস্যদের সাথে দেখা করে ফেরার পথে একদল দুষ্কৃতী মন্ত্রীর গাড়ির উপরে হামলা চালায়। হামলা চালানো হয় বিধায়ক জীবন কৃষ্ণ সাহার উপরেও বলে অভিযোগ উঠেছে। সর্বশেষ খবরে জানা গিয়েছে আহত মন্ত্রীকে চিকিৎসার জন্য এই মুহুর্তে হাসপাতালে রাখা হয়েছে। আরও জানা গিয়েছে একদল দলীয় কর্মী উচ্ছৃঙ্খল কর্মীরাই এমন অনভিপ্রেত ঘটনাটি ঘটিয়েছেন। হামলাতে মন্ত্রী গাড়ির কাঁচ ভেঙে যায়। সুব্রতসাহার উপরে হামলার তীব্র নিন্দা জানিয়ে সাংসদ খলিলুর জানিয়েছেন ঘটনার সঙ্গে যুক্তদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন রাখছি। খলিলুর রহমান- সুব্রত সাহা, জীবন কৃষ্ণ সাহাদের ভূয়ষী প্রশংসা করেন। মুহাম্মদ সোহরাব, মুহাম্মদ আলি, মনিরুল ইসলাম ও মুহাম্মদ আখরুজ্জামান প্রমুখ অভিযুক্তদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন।

উচ্চমাধ্যমিকে প্রথম হওয়া সেই ’মুসলিম কন্যা’ রুমানা নজরকাড়া ফল করল নিটেও
পুবের কলম ওয়েবডেস্ক: মুর্শিদাবাদের রুমানা সুলতানার কথা মনে আছে। এ বছর উচ্চমাধ্যমিকের রেজাল্ট প্রকাশকে কেন্দ্র করে তাকে ঘিরে কম জলঘোলা হয় নি। খোদ উচ্চমাধ্যমিক সংসদের প্রাক্তন সভাপতি মহুয়া দাসের মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে শোরগোল পড়ে যায়। তারপর ভাগীরথী বেয়ে অনেক জল বয়ে গিয়েছে। সেই রুমানা সুলতানা উচ্চমাধ্যমিকে প্রথম হওয়ার পর এবার নিট পরীক্ষায় নজরকাড়া ফল করেছে। নিট পরীক্ষায় রুমানা Rank করেছে ১,০৫৭। তার প্রাপ্ত নম্বর ৯৯.৫ শতাংশ। মুর্শিদাবাদের কান্দির শিক্ষক পরিবারের কৃতি কন্যা রুমানা। সে কান্দি মণীন্দ্রচন্দ্র গার্লস স্কুলের ছাত্রী। তার আব্বা রবিউল আলম ও মা সুলতানা পারভীন দুজনেই শিক্ষকতার সঙ্গে যুক্ত। উল্লেখ্য, ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় ৬৮৬ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে পঞ্চম হয়েছিল রুমানা। এরপর বিজ্ঞান নিয়ে পড়তে থাকা রুমানা ২০২১ সালে উচ্চমাধ্যমিকের জন্য প্রস্তুতি নিলেও কোভিডের কারণে পরীক্ষা হয় নি। মুল্যায়নের ভিত্তিতে উচ্চমাধ্যমিকে ৫০০ এর মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান দখল করে রুমানা।