০১ মে ২০২৫, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা: মৃতের তালিকা প্রকাশ পুলিশের

পুবের কলম,ওয়েবডেস্ক: দিল্লির ট্রেনে পদপিষ্ট কাণ্ডে মৃতের তালিকা প্রকাশ করল দিল্লি পুলিশের। কোন রাজ্যে কত? দেখে নিন এক ঝলকে  দিল্লি

মাদাদগার ইন, কুলি আউট­ বদলাচ্ছে শতাব্দী প্রাচীন পাক রেল

পুবের কলম প্রতিবেদক : পাকিস্তানের রেল তাদের শতাব্দী প্রাচীন কুলি পদ্ধতি বদলাতে চাইছে। এই কুলিরা আসলে ভাড়াটে শ্রমিক। তাদের ওপর

ট্রেনের চাকায় পড়া থেকে প্রাণে বেঁচে ফিরলেন বৃদ্ধ, ভয়াবহ ছবি সিসিটিভিতে

পুবের কলম প্রতিবেদক, মেদিনীপুর: ফের মেদিনীপুর ষ্টেশনে আরপিএফের তৎপরতায় রক্ষা পেলেন এক ব্যাক্তি। চলন্ত ট্রেনের তলাতে পড়ে যাওয়ার হাত থেকে টেনে রক্ষা করলেন এক আরপিএফ যুবক। যেন সাক্ষাত মৃত্যুর হাত থেকে প্রাণে বাঁচলেন তিনি। রোমহর্ষক ছবিটি ধরা পড়ল ষ্টেশনের সিসিটিভিতে৷ ওই আরপিএফ জওয়ানকে স্যালুট জানালেন ষ্টেশনের প্রত্যক্ষদর্শীরা।  জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে মেদিনীপুর থেকে হাওড়া যাওয়ার লোকাল ট্রেনটি ৬টা ৪৫ নাগাদ ছেড়ে দেওয়ার সময়ে বাদল নাগ নামে এক বৃদ্ধ দৌড়ে তাতে চাপার চেষ্টা করেছিলেন। ট্রেনে ওঠার সময়ে চলন্ত ট্রেনের হাতল পিছলে যায়৷ তাতে ভারসাম্য হারিয়ে তিনি চলন্ত ট্রেনের পাশে পড়ে যান৷ দুর থেকে দেখতে পেয়ে কর্মরত আরপিএফ জাওয়ান সন্দীপ ধল ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা শুরু করেন৷ বৃদ্ধকে চলন্ত ট্রেনের বগি, প্ল্যাটফর্মের নীচে টেনে নেওয়ার চেষ্টা করলে কোনোভাবে সন্দীপবাবু ও আরও এক যুবকের চেষ্টায় বৃদ্ধকে সরানো সম্ভব হয়৷ প্রাণে রক্ষা পেয়ে যান বৃদ্ধ৷ 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder