০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :

এসডিপিওর উদ্যোগে দুয়ারে চিকিৎসা
জিশান আলি মিঞা, ডোমকল: মুর্শিদাবাদের মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মুহাম্মদ চৌধুরীর উদ্যোগে দুয়ারে চিকিৎসা পরিষেবা চালু হল বুধবার। এদিন থেকে তিনি তাঁর অফিসে বিনামূল্যে চিকিৎসার আয়োজন শুরু করেছেন। এদিন চিকিৎসা করেন ডোমকল মহকুমা হাসপাতালের চিকিৎসক জে. চোংদার। এসডিপিও জানান, বিভিন্ন সরকারি হাসপাতালে বিনামুল্যে চিকিৎসা পরিষেবা মেলে। কিন্তু অনেকেই ক্লিনিক বা চেম্বারে রোগী দেখাতে চান। কিন্তু অর্থের অভাবে অনেক রোগী ও রোগীর আত্মীয়রা চেম্বারে রোগীর চিকিৎসা করাতে পারেন না মুলত তাদের জন্যই এই উদ্যোগ। এদিন ওই শিবিরে এসডিপিও ছাড়াও উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক সৌমিক হোসেন সহ বিশিষ্ট জনেরা। এদিন ৬৮ জন রোগীর বিনামূল্যে চিকিৎসার বন্দোবস্ত কর হয়। এই কর্মসূচি আগামীদিনেও চলতে থাকবে বলে জানা গেছে।