এক নজরে দেখে নিন দিল্লির মুসলিম জয়ী প্রার্থীদের নাম

- আপডেট : ৭ ডিসেম্বর ২০২২, বুধবার
- / 8
পুবের কলম ওয়েব ডেস্কঃ ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা বিজেপিকে সরিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে আপ। ঝাড়ু ঝরে আক্ষরিক অর্থেই উড়ে গিয়েছে গেরুয়া দল ।২৫০ টি আসনের মধ্যে ১৩৪ টা আসন পেয়েছে আপ, বিজেপি পেয়েছে ১০৭, কংগ্রেস পেয়েছে ৯ টি, অনান্যরা পেয়েছে ৩ টি।
এই পরিসংখ্যানের মধ্যে দেখা যাচ্ছে নজরকাড়া সাফল্য পেয়েছেন মুসলিম প্রার্থীরা। আপ , কংগ্রেস এবং মিমের সম্মিলিত মুসলিম কাউন্সিলার সংখ্যা ১৪। যারা জয়লাভ করলেন দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন।
আপের ১৩৪ জন জয়ী কাউন্সিলারের মধ্যে মুসলিম কাউন্সিলার হয়েছেন ৬ জন। অন্যদিকে কংগ্রেসের ৯ জন জয়ী প্রার্থীর মধ্যে ৭ জনই মুসলিম এবং অল ইন্ডিয়া মাজলিশ-এ ইত্তেহাদুল মুসলিমিন ( মিম ) পার্টির ১ জন মুসলিম প্রার্থী জয়যুক্ত হয়েছেন ।
আপের জয়ী মুসলিম কাউন্সিলাররা
১ জামা মসজিদ ৭৫ নম্বর ওয়ার্ডের সুলতানা আবাদ
২ চাঁদনী মহল ৭৬ নম্বর ওয়ার্ডের আলি মুহাম্মদ ইকবাল
৩ বাজার সিতা রাম ৭৮ নম্বর ওয়ার্ডের রাফিয়া মাহির
৪ কুরেশি নগর ৮১ নম্বর ওয়ার্ডের শামিম বানো
৫ জোহারিপুর ২৪০ নম্বর ওয়ার্ডের সাজিদ খান
৬ শ্রী রাম কলোনি ২৪৬ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ আমিল মালিক
কংগ্রেসের জয়ী কাউন্সিলাররা
১ আবুল ফজল এনক্লেভ ১৮৮ নম্বর ওয়ার্ডের আরিবা খান
২ জাকির নগর ১৮৯ নম্বর ওয়ার্ডের নাজিয়া দানিশ
৩ শাস্ত্রী পার্ক ২১৩ নম্বর ওয়ার্ডের সমির আহমদ
৪ চৌহান বাঙ্গার ২২৭ নম্বর ওয়ার্ডের সাগুফতা চৌধুরি
৫ কবির নগর ২৩৪ নম্বর ওয়ার্ডের মুহাম্মদ জরিফ
৬ মুস্তাফাবাদ ২৪৩ নম্বর ওয়ার্ডের সাবিলা বেগম
৭ ব্রিজপুরি ২৪৫ নম্বর ওয়ার্ডের নাজিয়া খাতুন
অনান্য দের মধ্যে
১ সিলামপুর ২২৫ নম্বর ওয়ার্ডের সাকিলা আহমদ