০১ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নবী সা. অবমাননা ইস্যুতে ভারতের নিন্দায় তালেবান

ইমামা খাতুন
  • আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার
  • / 77

পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক মহলে বড় সমস্যায় পড়েছে ভারত। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আরব দেশগুলো এর ব্যাপক সমালোচনা করছে। বিভিন্ন দেশকে ভারত পালটা জবাব দিলেও আরব দেশগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস দেখায়নি ভারত। এরই মধ্যে নয়াদিল্লির নিন্দায় সরব হয়েছে ইসলামিক আফগানিস্তানের তালিবান সরকার।

 

আরও পড়ুন: ইসলামে অর্থনৈতিক ন্যায়বিচার ও সুদ বিহীন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক ট্যুইটে লেখেন, ভারতের শাসক দলের মুখপাত্রের ইসলাম-বিরোী মন্তব্যের তীব্র নিন্দা জানায় আফগানিস্তান। মুসলিমদের ভাবাবেগে আঘাত হানায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মোদি সরকারের কাছে আবেদন জানান জবিউল্লাহ। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার ইসলাম ও মহানবী সা.-কে নিয়ে বিদ্বেষর্পূ মন্তব্যের পরে কানপুরে বিক্ষোভের সূত্রপাত হয়। পরে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ, ইসলামি জোট ওআইসি এমনকী রাষ্ট্রসংঘ পর্যন্ত এ ব্যাপারে কড়া ভাষায় নিন্দা জানায়। অবস্থা বেগতিক দেখে নূপুরকে দলের মুখপাত্রের দায়িত্ব থেকে সরানোর পাশাপাশি বহিষ্কার করা হয়। নূপুরের বিরুদ্ধে কয়েক জায়গায় এরই মধ্যে মামলাও হয়েছে। আরব বিশ্বের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে।

আরও পড়ুন: আযানের জবাব কীভাবে দেবেন

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নবী সা. অবমাননা ইস্যুতে ভারতের নিন্দায় তালেবান

আপডেট : ৯ জুন ২০২২, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েব ডেস্ক: সম্প্রতি বিজেপি মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে আন্তর্জাতিক মহলে বড় সমস্যায় পড়েছে ভারত। বিশ্বের বিভিন্ন দেশ, বিশেষ করে আরব দেশগুলো এর ব্যাপক সমালোচনা করছে। বিভিন্ন দেশকে ভারত পালটা জবাব দিলেও আরব দেশগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস দেখায়নি ভারত। এরই মধ্যে নয়াদিল্লির নিন্দায় সরব হয়েছে ইসলামিক আফগানিস্তানের তালিবান সরকার।

 

আরও পড়ুন: ইসলামে অর্থনৈতিক ন্যায়বিচার ও সুদ বিহীন সমাজ ব্যবস্থার প্রস্তাবনা

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক ট্যুইটে লেখেন, ভারতের শাসক দলের মুখপাত্রের ইসলাম-বিরোী মন্তব্যের তীব্র নিন্দা জানায় আফগানিস্তান। মুসলিমদের ভাবাবেগে আঘাত হানায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মোদি সরকারের কাছে আবেদন জানান জবিউল্লাহ। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে বিজেপির জাতীয় মুখপাত্র নূপুর শর্মার ইসলাম ও মহানবী সা.-কে নিয়ে বিদ্বেষর্পূ মন্তব্যের পরে কানপুরে বিক্ষোভের সূত্রপাত হয়। পরে বিশ্বের প্রায় সব মুসলিম দেশ, ইসলামি জোট ওআইসি এমনকী রাষ্ট্রসংঘ পর্যন্ত এ ব্যাপারে কড়া ভাষায় নিন্দা জানায়। অবস্থা বেগতিক দেখে নূপুরকে দলের মুখপাত্রের দায়িত্ব থেকে সরানোর পাশাপাশি বহিষ্কার করা হয়। নূপুরের বিরুদ্ধে কয়েক জায়গায় এরই মধ্যে মামলাও হয়েছে। আরব বিশ্বের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বিভিন্ন আরব দেশে ভারতীয় পণ্য বয়কটের ডাক জোরদার হচ্ছে।

আরও পড়ুন: আযানের জবাব কীভাবে দেবেন

আরও পড়ুন: চতুর্থ স্তম্ভবের ওপর আঘাত, ভারতে বন্ধ হল রয়টার্সের এক্স অ্যাকাউন্ট