১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মালালার বিয়ে মেনে নিতে পারছেন না তসলিমা নাসরিন

মাসুদ আলি
  • আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার
  • / 89

পুবের কলম ওয়েবডেস্ক : বিয়ে করেছেন মালালা ইউসুফজাই।অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেন তিনি।বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ও নারীশিক্ষা অধিকারকর্মী এই পাকিস্তানি তরুণী নিজেই বিয়ের খবর শেয়ার করেছেন টুইটারে।  সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

টুইটারে উচ্ছ্বসিত মালালা লিখেছেন, আজ আমার জীবনের মহামূল্যবান একটি দিন। আসির ও আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমরা বার্মিংহামের বাড়িতে বিয়ের ছোটখাটো আয়োজন করেছিলাম। আমাদের জন্য দোয়া করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলতে অধীর হয়ে রয়েছি।

আরও পড়ুন: ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন নয়: কিয়ার স্টারমার

ইউসুফজাইয়ের নতুন জীবন শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু তার এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মালালার বিয়ে নিয়ে বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে একের পর এক টুইট করছেন তিনি।

আরও পড়ুন: Palestine Statehood: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

এক টুইটে তসলিমা বলেছেন, মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে খুব অবাক হয়েছি। তার বয়স মাত্র ২৪। আমি ভেবেছিলাম তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছেন, সেখানে কোনো সুদর্শন প্রগতিশীল ইংরেজ পুরুষের প্রেমে পড়বেন এবং ৩০ বছর বয়সের আগে বিয়ের কথা ভাববেন না।

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

অন্য টুইটে আলোচিত এ লেখিকার দাবি, কিছু ‘নারীবিদ্বেষী তালিবান’ মালালার বিয়েতে খুশি। কারণ তিনি ‘খুব অল্প বয়সে’ একজন পাকিস্তানি মুসলিমকে বিয়ে করেছেন।

 অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আগে মেয়েদের বিয়ে করা উচিত নয় মন্তব্য করে এদিন আরও একটি টুইট করেছেন তসলিমা নাসরিন। যদিও সেই টুইটে মালালার নাম উল্লেখ ছিল না।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মালালার বিয়ে মেনে নিতে পারছেন না তসলিমা নাসরিন

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : বিয়ে করেছেন মালালা ইউসুফজাই।অনাড়ম্বর আয়োজনের মাধ্যমে জীবনের সেকেন্ড ইনিংস শুরু করলেন তিনি।বিশ্বের সর্বকনিষ্ঠ নোবেলজয়ী ও নারীশিক্ষা অধিকারকর্মী এই পাকিস্তানি তরুণী নিজেই বিয়ের খবর শেয়ার করেছেন টুইটারে।  সেই টুইটে স্বামী ও মা-বাবার সঙ্গে বেশ কয়েকটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

টুইটারে উচ্ছ্বসিত মালালা লিখেছেন, আজ আমার জীবনের মহামূল্যবান একটি দিন। আসির ও আমি সারাজীবনের জন্য গাঁটছড়া বেঁধেছি। আমরা বার্মিংহামের বাড়িতে বিয়ের ছোটখাটো আয়োজন করেছিলাম। আমাদের জন্য দোয়া করবেন। সামনের পথটুকু একসঙ্গে চলতে অধীর হয়ে রয়েছি।

আরও পড়ুন: ভারতীয়দের জন্য যুক্তরাজ্যের ভিসা নীতিতে পরিবর্তন নয়: কিয়ার স্টারমার

ইউসুফজাইয়ের নতুন জীবন শুরু হওয়ায় শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু তার এই বিয়ে কোনোভাবেই মেনে নিতে পারছেন না নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। মালালার বিয়ে নিয়ে বুধবার (১০ নভেম্বর) সকাল থেকে একের পর এক টুইট করছেন তিনি।

আরও পড়ুন: Palestine Statehood: ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া

এক টুইটে তসলিমা বলেছেন, মালালা পাকিস্তানি ছেলেকে বিয়ে করেছেন জেনে খুব অবাক হয়েছি। তার বয়স মাত্র ২৪। আমি ভেবেছিলাম তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছেন, সেখানে কোনো সুদর্শন প্রগতিশীল ইংরেজ পুরুষের প্রেমে পড়বেন এবং ৩০ বছর বয়সের আগে বিয়ের কথা ভাববেন না।

আরও পড়ুন: Nirav Modi-Vijay Mallya Extradition: ভারতের জেল নরক সমতুল্য: বিজয় মাল্য, নীরব মোদি

অন্য টুইটে আলোচিত এ লেখিকার দাবি, কিছু ‘নারীবিদ্বেষী তালিবান’ মালালার বিয়েতে খুশি। কারণ তিনি ‘খুব অল্প বয়সে’ একজন পাকিস্তানি মুসলিমকে বিয়ে করেছেন।

 অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার আগে মেয়েদের বিয়ে করা উচিত নয় মন্তব্য করে এদিন আরও একটি টুইট করেছেন তসলিমা নাসরিন। যদিও সেই টুইটে মালালার নাম উল্লেখ ছিল না।