বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি

- আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
- / 71
বিহারে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী তেজস্বী যাদব, উপমুখ্যমন্ত্রী প্রার্থী মুকেশ সাহানি
পুবের কলম, ওয়েবডেস্ক: দীর্ঘ আলোচনার অবসান ঘটিয়ে বিহার বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম। বৃহস্পতিবার পাটনায় এক যৌথ সাংবাদিক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানান কংগ্রেস নেতা অশোক গেহলোট। একইসঙ্গে ভিআইপি প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
কংগ্রেস নেতা অশোক গেহলোট বলেন, “সব সিনিয়র নেতার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” তিনি আরও জানান, জোট ক্ষমতায় এলে পিছিয়ে পড়া গোষ্ঠী থেকে আরও একজন নেতাকে উপমুখ্যমন্ত্রী করা হবে।
আসন সমঝোতা নিয়ে কিছু মতবিরোধ থাকলেও, ঐক্যবদ্ধ বার্তা দিতে মরিয়া ইন্ডিয়া শিবির এই ঘোষণার মাধ্যমে প্রতিপক্ষ এনডিএ শিবিরে চাপ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, জেডিইউ ও বিজেপির অভ্যন্তরীণ টানাপোড়েনের সুযোগ নিতে চাইছে জোট। উল্লেখ্য, বিহারে প্রথম দফার ভোট ৬ নভেম্বর, দ্বিতীয় দফা ১১ নভেম্বর, আর ফল প্রকাশ হবে ১৪ নভেম্বর।