ভয়াবহ আগুন জয়নগরে, তবে হতাহতের কোনো খবর নেই

- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 251
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : সোমবার দুপুরে ভয়াবহ আগুন জয়নগরে। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে।তবে হতাহতের কোনো খবর নেই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জয়নগর থানার জয়নগর মজিলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পাল পাড়ার দাসপাড়া জামরুলতলায় গৌর দাস নিতাই দাসের বাড়ির রান্নাঘরে আগুন লেগে যায়।
রান্না ঘরে রান্নার কাজে ব্যবহারযোগ্য নারকেল পাতায় আগুন লেগে এই ভয়াবহ অগ্নিকান্ড ঘটে যায়।আশেপাশে মানুষ আগুন দেখে আগুন নেভাতে এগিয়ে আসার পাশাপাশি জয়নগর মজিলপুর দমকল কেন্দ্র ও জয়নগর থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে জয়নগর মজিলপুর দমকল কেন্দ্রের কর্মীরা ও জয়নগর থানার পুলিশ। দমকল কেন্দ্রের চেষ্টায় ও স্থানীয় মানুষজনের সহায়তায় এক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে।
তবে এই ঘটনায় ক্ষয় ক্ষতি কিছুটা হলেও হতাহতের কোনো খবর নেই। ঠিক সময়ে সাধারণ মানুষ এগিয়ে না আসলে বড়সড় ক্ষতি হয়ে যেত এলাকায়। তবে এই ঘিঞ্জি এলাকায় রান্নাঘরে কেন এত জ্বালানির সরঞ্জাম রাখা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে প্রশাসন।তবে এ ব্যাপারে গৌর দাস নিতাই দাসের পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে রাজী হয়নি।