২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজভবনে রাজ্যপালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক মহলে জোর জল্পনা

বিপাশা চক্রবর্তী
  • আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার
  • / 56

ফাইল চিত্র

পুবের কলম, ওয়েবডেস্কঃ সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন ঘটনা নয়। এবার সেই আচমকাই রাজভবনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে তাদের সঙ্গে কি কথা হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে রাজভবন কোনও প্রেস নোট দেয়নি। মুখ্যমন্ত্রীও কিছু জানাননি। তবে বৃহস্পতিবার সন্ধের আগে তিনি বিধানসভায় পৌঁছে জানান, রাজভবনে গিয়েছিলেন হোলির শুভেচ্ছা জানাতে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চান। তার পরে তিনি রাজভবনে পৌঁছে যান বিকেল ৫টা নাগাদ। মুখ্যমন্ত্রীকে সস্ত্রীক স্বাগত জানান রাজ্যপাল।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

সম্প্রতি কোচবিহারের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হামলার পরেই রাজ্যপাল সিভি আনন্দ সরব হয়েছিলেন। এর পরেই রাজ্যপাল ধনকরের জমানা ফিরে আসছে বলে সরব বিরোধীরা। বিতর্ক এখানেই থেমে থাকেনি। রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীর অপসারণের পর সেই জায়গায় আরও তিনজনের নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

 

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজভবনে রাজ্যপালের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী, রাজনৈতিক মহলে জোর জল্পনা

আপডেট : ৯ মার্চ ২০২৩, বৃহস্পতিবার

পুবের কলম, ওয়েবডেস্কঃ সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নতুন ঘটনা নয়। এবার সেই আচমকাই রাজভবনে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী। প্রায় আধঘণ্টা ধরে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে তাদের সঙ্গে কি কথা হয়েছে, সেই বিষয়ে কিছু জানা যায়নি। এ বিষয়ে রাজভবন কোনও প্রেস নোট দেয়নি। মুখ্যমন্ত্রীও কিছু জানাননি। তবে বৃহস্পতিবার সন্ধের আগে তিনি বিধানসভায় পৌঁছে জানান, রাজভবনে গিয়েছিলেন হোলির শুভেচ্ছা জানাতে।

জানা গিয়েছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টে নাগাদ মুখ্যমন্ত্রী রাজভবনে ফোন করেন। রাজ্যপালের সঙ্গে দেখা করার জন্য সময় চান। তার পরে তিনি রাজভবনে পৌঁছে যান বিকেল ৫টা নাগাদ। মুখ্যমন্ত্রীকে সস্ত্রীক স্বাগত জানান রাজ্যপাল।

আরও পড়ুন: অসমে বিজেপির বিভেদমূলক অ্যাজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে,অসমবাসী রুখে দাঁড়ান: মমতা

সম্প্রতি কোচবিহারের কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের হামলার পরেই রাজ্যপাল সিভি আনন্দ সরব হয়েছিলেন। এর পরেই রাজ্যপাল ধনকরের জমানা ফিরে আসছে বলে সরব বিরোধীরা। বিতর্ক এখানেই থেমে থাকেনি। রাজ্যপালের সচিব নন্দিনী চক্রবর্তীর অপসারণের পর সেই জায়গায় আরও তিনজনের নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

আরও পড়ুন: ভিনরাজ্যে বাঙালিদের হেনস্তার প্রতিবাদে আজ পথে নামছেন মমতা-অভিষেক

 

আরও পড়ুন: কলকাতার ইসকনে মুখ্যমন্ত্রী, আরতি করলেন তিনি