২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অরুণাচলের তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ চিন সেনার বিরুদ্ধে

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  • / 55
  1. পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এক তরুণকে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। অরুণাচলের সিয়াং জেলা থেকে ১৭ বছরের এক তরুণকে তুলে নিয়ে গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি এমনটাই অভিযোগ।ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অরুণাচলের তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ চিন সেনার বিরুদ্ধে

 

অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

খবর মিলেছে মঙ্গলবার আপার সিয়াংয়ের বাসিন্দা মিরাম তারনকে অপহরণ করেছে পিএলএ। তারন জঙ্গলে গিয়ে শিকার করতো। মুলত সীমান্ত এলাকায় সে শিকার করত৷ এই সময় তাকে তুলে নিয়ে পিএলএ সেনারা, তারনের সঙ্গীরা কোনমতে পালিয়ে যেতে সমর্থ হয়। আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার শাশ্বত সৌরভ একথা জানিয়েছেন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে। ভারতীয় ভূখন্ডের লুংতা জোর এলাকাতে ঢুকে চিন এই কাজ করেছে। এদিকে এই এলাকায় ২০১৮ সালে চিন ভারতের মধ্যে ঢুকে ৩-৪ কিমি রাস্তা তৈরি করে ফেলেছিল। ওই সাংসদ দাবি করেছেন।

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন 

 

 

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অরুণাচলের তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ চিন সেনার বিরুদ্ধে

আপডেট : ২০ জানুয়ারী ২০২২, বৃহস্পতিবার
  1. পুবের কলম ওয়েবডেস্কঃ ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এক তরুণকে তুলে নিয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠল চিনের বিরুদ্ধে। অরুণাচলের সিয়াং জেলা থেকে ১৭ বছরের এক তরুণকে তুলে নিয়ে গিয়েছে চিনের পিপলস লিবারেশন আর্মি এমনটাই অভিযোগ।ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে অরুণাচলের তরুণকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ চিন সেনার বিরুদ্ধে

 

অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: চিনের ওপর ১০০ শতাংশ শুল্ক ট্রাম্পের

খবর মিলেছে মঙ্গলবার আপার সিয়াংয়ের বাসিন্দা মিরাম তারনকে অপহরণ করেছে পিএলএ। তারন জঙ্গলে গিয়ে শিকার করতো। মুলত সীমান্ত এলাকায় সে শিকার করত৷ এই সময় তাকে তুলে নিয়ে পিএলএ সেনারা, তারনের সঙ্গীরা কোনমতে পালিয়ে যেতে সমর্থ হয়। আপার সিয়াংয়ের ডেপুটি কমিশনার শাশ্বত সৌরভ একথা জানিয়েছেন।

আরও পড়ুন: গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি ও ফিলিস্তিনকে স্বীকৃতির আহ্বান চিনের

অরুণাচল ইস্টের সাংসদ বিজেপির তাপির গাও এনিয়ে টুইট করেছেন। তিনি লিখেছেন, চিনের পিএলএ ১৭ বছর বয়সী মিরাম তারনকে তুলে নিয়ে গিয়েছে। ভারতীয় ভূখন্ডের লুংতা জোর এলাকাতে ঢুকে চিন এই কাজ করেছে। এদিকে এই এলাকায় ২০১৮ সালে চিন ভারতের মধ্যে ঢুকে ৩-৪ কিমি রাস্তা তৈরি করে ফেলেছিল। ওই সাংসদ দাবি করেছেন।

আরও পড়ুন: শুল্কযুদ্ধে টানাপোড়েনের মধ্যেই শি জিনপিঙের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের, যাচ্ছেন চিন